ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

মরিনহোর ঘরে চোরের প্রবেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
মরিনহোর ঘরে চোরের প্রবেশ হোসে মরিনহো-ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হোসে মরিনহো চোরের কবলে পড়েছিলেন। ইউরো ২০১৬’র ফাইনালে নিজ দেশ পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের ম্যাচটি ঘরে বসে উপভোগ করছিলেন তিনি।

তবে সে সময় জেল খাটা এক চোর মরিনহোর ঘরের বেজমেন্টের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা চালায়। ‘দ্যা সান’ নামে একটি প্রত্রিকা খবরটি প্রকাশ করে।

 

ফাইনাল ম্যাচে পর্তুগাল অতিরিক্ত সময়ে গোল দিয়ে প্রথমবারের মতো ইউরো ট্রফি জেতে। ম্যাচটি মরিনহো ও তার স্ত্রী মাতিদেল ফারিয়া নিজ ঘরে বসে উপভোগ করছিলেন। এ সময় ঘরের কাজের লোক দেখতে পান দরজা ভেঙে কেউ ঘরে প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তীতে মরিনহোর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী চোরটিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পত্রিকাটি আরো জানায় চুরি করতে যাওয়া ব্যক্তিটির নাম গায় রোমান। তার বয়স ২৫ বছর। তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। সে এর আগে এক মাস জেল খেটেছিল।

এবারের মৌসুমে মরিনহো ম্যানইউ’র কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার লিগের দল চেলসির কোচ ছিলেন। তবে দল বাজে পারর্ফম করায় তাকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।