ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

লিচেস্টারেই থাকছেন তারকা স্ট্রাইকার ভার্ডি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
লিচেস্টারেই থাকছেন তারকা স্ট্রাইকার ভার্ডি ভার্ডি ও রানিয়েরি-ছবি:সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রূপকথার জন্ম দিয়েছে লিচেস্টার সিটি। নিচের সারির এমন একটি দলকে ট্রফির স্বাদ পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্ট্রাইকার জ্যামি ভার্ডি।

আর নতুন মৌসুমে ইংলিশ এ তারকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন বলে জানালেন কোচ ক্লাউদিও রানিয়েরি।

 

গেল মৌসুমে ভার্ডি ৩৬ প্রিমিয়ার লিগ ম্যাচে ২৪টি গোল করেছিলেন। আর মৌসুম শেষে এ উইঙ্গারকে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ষসেরা ফুটবলারের খেতাব জেতেন।

 

এদিকে মৌসুম শেষে ২৯ বছর বয়সী ভার্ডিকে দলে টানতে উঠে পড়ে লাগে জায়ান্ট দলগুলো। বিশেষ করে আর্সেনাল তাকে দলে পাওয়ার জন্য বড় ধরনের প্রস্তাব করে। তবে ভার্ডি গারানদের পাত্তা না দিয়ে কিং পাওয়ার স্টেডিয়ামেই থাকার সিদ্ধান্ত নেন।

ভার্ডির দলের প্রতি এমন বিশ্বাস দেখে রানিয়েরি তাকে সাবেক ইতালিয়ান কিংবদন্তি লুইগি রিভার সঙ্গে তুলনা করেন। যিনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস থেকে বড় প্রস্তাব পাওয়ার পরও দুর্বল কাগলিয়ারিতেই পুরোটা ক্যারিয়ার পার করেছেন। তার অসাধারণ পারফরম্যান্সে কাগলিয়ারি ১৯৬৯-৭০ সিরিআ মৌসুমে চ্যাম্পিয়নও হয়।

রানিয়েরি জানান, ‘এটা দারুণ একটা ব্যাপার। ভার্ডি আর্সেনালে যেতে পারতো। সেখানে গেলে প্রচুর অর্থ আয় করতো সে। এমনকি বিশ্বমানের একটি ক্লাবে তার পথচলা শুরু হতো। তবে সে লিচেস্টারেই থাকার সিদ্ধান্ত নেয়। এটা অনেকটা লুইগি রিভার পছন্দের মতো। ভার্ডির ধন্যবাদ পাওয়া উচিৎ। ’

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।