ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

উন্মোচিত হলো প্রিমিয়ার লিগের ট্রফি ও লোগো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
উন্মোচিত হলো প্রিমিয়ার লিগের ট্রফি ও লোগো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বিষয়টি আগে থেকেই অনুমেয় ছিল যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানটি বেশ জাঁকজমক পূর্ণই হবে। নবম আসরের এই অনুষ্ঠানটি হলোও তাই।

লেজার শো, ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হলো ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি’।

সোমবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই লেজার লাইটের আলোতে ঝলসে গেল অনুষ্ঠানের ভেন্যু। প্রায় ১ মিনিট ধরে চললো এই লেজার শো। এরপর শুরু হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষকদের বক্তব্য।

যেখানে প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তার বক্তব্যে তিনি জানান, ‘ফুটবল মাঠে দর্শক ফেরাতে ও দেশের আনাচে-কানাচে ফুটবলকে ছড়িয়ে দিতেই ভিন্ন আঙ্গিকে দেশের চারটি ভেন্যুতে আমরা এবারের প্রিমিয়ার ফুটবল লিগের আয়োজন করেছি। আশা করছি আমরা আমাদের উদ্দেশ্য অর্জনে সফল হবো। ’

পৃষ্ঠপোষক সাইফ গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন বলেন, ‘দেশের ফুটবলের উন্নয়নে আমরা এবারের প্রিমিয়ার ফুটবল লিগের আয়োজন করেছি। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাণের খেলা ফুটবলকে আবার আগের মতো আকর্ষণীয় করে তুলতেই আমাদের এই উদ্যোগ। ’

এরপর মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ‘দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে ক্লাবের অবকাঠামোর উন্নয়নসহ ক্লাবগুলোকে সহযোগিতার হাত বাড়াতে হবে। শুধু তাই নয় খেলোয়াড়দেরও মাঠের খেলায় দক্ষতা দেখিয়ে নিজেদের আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে। ’

সালহউদ্দিনের পর প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার জানান, ‘তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যে সারাদেশে আমাদের মন্ত্রণালয় ১৩১ টি স্টেডিয়ামের টেন্ডারের কাজ আগামী দেড় মাসের মধ্যে শুরু করবে। ফুটবলের উন্নয়নে ভবিষ্যতে দেশের ৪৯০টি উপজেলায়ও স্টেডিয়াম তৈরি হবে। ’

এরপর শুরু হয় অনুষ্ঠানের আরেক আকর্ষণ ফ্যাশন শো। বর্নিল আলোয় অনুষ্ঠিত এই ফ্যাশন শো’তে দেখা যায় জার্সি গায়ে হাতে বল ও পতাকা নিয়ে মঞ্চে মডেলদের সাথে ক্যাটওয়াক করছেন প্রিমিয়ার লিগে অংশ নেয়া ১২ ক্লাবের অধিনায়করা।

ফ্যাশন শো শেষে নৃত্যশিল্পীরা ফুটবল হাতে নিয়ে মঞ্চে উপস্থাপন করলেন আধুনিক নৃত্য। নৃত্য শেষে  উন্মোচিত হয় বিপিএল লোগো। আর তারপরেই ট্রফি হাতে মঞ্চে দাঁড়ান ক্লাবের অধিনায়করা। আর তাদের হাত দিয়েই উন্মোচিত হয় প্রিমিয়ার লিগ ট্রফি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।