ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে জুকারবার্গের ফুটবল চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
নেইমারকে জুকারবার্গের ফুটবল চ্যালেঞ্জ ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্যে বেশ কয়েকজনেরই চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। কিন্তু এবার নতুন প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

তিনি আর কেউ নন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। কথাটা শুনতে আশ্চর্যজনক লাগছে তাই তো!

ফেসবুক ভিডিওর মাধ্যমে জুকারবার্গ নিজেই ‘অস্বাভাবিক’ ফুটবল ম্যাচ খেলতে নেইমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ‘আমার জীবনে কখনোই ফুটবল ম্যাচ জিততে পারিনি, কিন্তু আজ আমার দিন। মেসেঞ্জারে আমাদের গোপন সকার ইমোজি গেমে আমি নেইমারকে চ্যালেঞ্জ করছি। ’

বার্সেলোনা তারকা নেইমারও খুব দ্রুতই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।  জুকারবার্গের পোস্টে তার প্রতিক্রিয়া, ‘চ্যালেঞ্জ একসেপটেড!! আমি ট্রেনিং নেব এবং কাল তোমার সাথে কথা বলবো। ’

‘ইমোজি’ ফুটবল ম্যাচ জেতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ৩২ বছর বয়সী ইন্টারনেট উদ্যোক্তা জুকারবার্গ, ‘আমি মনে করি, আমার দখলে ভালো শট আছে কারণ এটা পুরোপুরিই ফোনের ব্যবহার এবং স্ট্রং সলিড থাম্বসের ওপর নির্ভর করে। আমার মনে হয়, আমি তার (নেইমার) উপরেই থাকবো। ’

ভিডিওর শেষের অংশে দেখা যায় নতুন মেসেঞ্জার গেমটি খেলছেন জুকারবার্গ। স্কোর করেছেন ৩৭।

আপনি কীভাবে সকার ইমোজি গেমটি খেলবেন:

১. নতুন ভার্সনের মেসেঞ্জার ইন্সটল করা আছে কিনা তা অবশ্যই যাচাই করে নিন।
২. ফ্রেন্ড বা গ্রুপ ফ্রেন্ডদের সঙ্গে মেসেজ ওপেন করুন।
৩. এরপর সকার বল ইমোজি সেন্ড করতে হবে।
৪. শেষ ধাপে মেসেজে পাঠানো সকার ইমোজি ট্যাপ (আঙ্গুল দিয়ে আলতো চাপ দিয়ে রাখা) করে রাখুন।

নেইমারকে জুকারবার্গের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া ভিডিও:

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।