ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ফুটবল

পিকেকে রোনালদোর খোঁচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
পিকেকে রোনালদোর খোঁচা

ঢাকা: মাঠের একে অপরের প্রবল প্রতিপক্ষ। খেলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলে।

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে আর জেরার্ড পিকে বার্সেলোনায়। ফলে মাঠের শত্রুতা কখনো কখনো মাঠের বাইরে অবধি গড়ায়।

বার্সার এই ডিফেন্ডার মাঝে মাঝেই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটিকে খোঁচা দিয়ে খবরের শিরোনাম হন। সেই শত্রুতার জের ধরে সম্প্রতি স্পেন তারকা জেরার্ড পিকে জানিয়েছিলেন, ‘রোনালদের রিয়াল অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ে বলেই তার দল চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ পায়। ’

এছাড়া, রোনালদোর গোল উদযাপন নিয়েও উপহাস করেছিলেন বার্সা ডিফেন্ডার।

এবার পিকেকে পাল্টা জবাব দিলেন রিয়ালের তারকা রোনালদো। মোনাকোতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠে রোনালদোর হাতে। অনুষ্ঠান শেষে রোনালদোর কাছে জানতে চাওয়া হয় পিকের মন্তব্যের উত্তরে তিনি কী বলবেন।

তিনি জানান, ‘ঠিক আছে, আমি তার কোনো কথার জবাব দিতে চাইনা। শুধু পিকেকে বলতে চাই, সে যেন আমার টুইটার পেজে গিয়ে দেখে নেয়। যেখানে রয়েছে একটি সুন্দর ছবি। ’

রোনালদোর পেজে সতীর্থদের বিশেষভাবে ধন্যবাদ দেওয়ার একটি পোস্ট ছিল। উয়েফা বর্ষসেরা পুরস্কার হাতে একটি ছবি পোস্ট করে সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘খুব খুশি লাগছে এবং গর্ব অনুভব করছি এমন একটি বিশেষ পুরস্কার পেয়ে। আমার রিয়াল মাদ্রিদ আর পর্তুগালের সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।