ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালে আরও দশ বছর রোনালদো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
রিয়ালে আরও দশ বছর রোনালদো!

ঢাকা: ইউরোপের বর্ষসেরা ফুটবলার হিসেবে পুরস্কার জিতেছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা রোনালদোর হাতে উঠে এই পুরস্কার।

এর আগে ৩১ বছর বয়সী রোনালদো ২০১৪ সালে প্রথমবারের মতো এই পুরস্কার হাতে নিয়েছিলেন।

বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আরও দশ বছর রিয়ালে খেলা চালিয়ে যেতে চান। ৪১ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি থেকে বিদায় নেবেন বলে জানিয়েছেন এই পর্তুগিজ তারকা।

দলবদলের বাজারে এই মৌসুমে রোনালদোকে নিয়ে কম গুঞ্জন বাতাসে ছড়ায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উঠেপড়ে লেগেছিল রোনালদোর রিয়াল ছেড়ে যাওয়ার খবর ছাপাতে। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে চান সিআর সেভেন- এ রকম ইঙ্গিতও দিয়েছিলেন অনেকে।

তবে সব গুঞ্জনে পানি ঢেলে রোনালদো জানালেন, আমি বর্তমানে বিশ্বের সেরা একটি দলে খেলছি। আর এখান থেকেই ৪১ বছর বয়সে অবসর নিতে চাই। রিয়ালে আরও ১০ বছর খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই। এছাড়া, রিয়ালের সঙ্গে চুক্তিটাও আমি বাড়াতে চাই।

ক্লাব ক্যারিয়ারের শেষের দিকে বিশ্বসেরা ফুটবলাররা আমেরিকা কিংবা চীনের ধনী ক্লাবগুলোতে পাড়ি জমান। কিন্তু, রোনালদো স্প্যানিশ ক্লাবটিতে খেলেই নিজের বুটজোড়া তুলে রাখতে চান।

তিনি যোগ করেন, ‘আরও দশ বছর রিয়ালে খেলতে আমার দরকার কঠোর পরিশ্রম। আর আমি সেভাবেই নিজেকে গড়ে তুলছি। আমি সেই লেভেল পর্যন্ত যেতে চাই। আমি বিশ্বাস করি রিয়ালের হয়ে খেলে আরও অনেক শিরোপা জিততে পারবো। ’

রিয়ালের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। সে সময় তার বয়স হবে ৩৩ বছর। ৪১ বছর বয়সে তিনি রিয়ালে কতটুকু সফলতার সঙ্গে খেলা চালিয়ে যেতে পারবেন তা সময়েই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।