ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জাতীয় দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জাতীয় দলে নেই রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি:সংগৃহীত

ঢাকা: ফিটনেস না থাকার কারণে পর্তুগালের হয়ে প্রীতি ম্যাচে খেলতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। জিব্রাল্টার ও সুইজারল্যান্ডের বিপক্ষে ২৪ সদস্যের দলে রাখা হয়নি রিয়াল মাদ্রিদের এ স্ট্রাইকারকে।

জাতীয় দলের হয়ে রোনালদো সর্বশেষ ইউরো ২০১৬’র ফাইনালে খেলেছিলেন। যেখানে ফ্রান্সের বিপক্ষে জিতে প্রথমবারের মতো ইউরো জেতে পর্তুগিজরা। তবে সে ম্যাচেই গুরুতর ইনজুরিতে পড়েন সিআর সেভেন। গত বৃহস্পতিবার ইউরোপোর সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।

প্রীতি ম্যাচের জন্য গঠিত এই দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জোয়ও কানসেলো, আন্দ্রে সিলভা। ইউরো না খেললেও ব্রেনার্দো সিলভাকে দলে নেওয়া হয়েছে। তবে অভিজ্ঞ ডিফেন্ডার রিকার্ডো কারভালহোকে নেওয়া হয়নি। আর ভিইরিনহা ইনজুরির কারণে ছিটকে গেছেন।

পর্তুগাল স্কোয়াড:
গোলরক্ষক: এন্থনি লোপেজ, এডুয়ার্ডো, রুই প্যাটরিকো।

ডিফেন্ডার: ব্রুনো আলভেজ, সেডরিক, ইলিসিও , জোয়াও কানসেলো, হোসে ফোন্তে, লুইস নেতো, পেপে, রাফায়েল গুয়েরেইরা।

মিডফিল্ডার: আদ্রিয়েন, আন্দ্রে গোমেজ, দানিলো পেরেরা , জোয়াও মারিও, জোয়াও মোওতিনহো, রেনাতো সানচেজ, উইলিয়াম কারভালহো।

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, বের্নার্ডো সিলভা, এডার, নানি, রাফায়েল সিলভা, রিকার্ডো কুয়ারেসমা।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।