ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

বুড়ো ক্যাসিয়াসের সঙ্গে নেই সিনিয়র তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
বুড়ো ক্যাসিয়াসের সঙ্গে নেই সিনিয়র তারকারা

ঢাকা: আবারও আন্তর্জাতিক ক্যারিয়ারে ধাক্কা লাগলো স্পেনের তারকা গোলরক্ষক ৩৫ বছর বয়সী ইকার ক্যাসিয়াসের। জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ রেকর্ড ১৬৭ ম্যাচ খেললেও এ বছর ইউরো ২০১৬’য় এক মিনিটও তাকে মাঠে দেখা যায়নি।

আর এবার ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের দল থেকেই ছেঁটে ফেলা হলো স্পেনকে দু’বার ইউরো ও একবার বিশ্বকাপ জেতানো অধিনায়ককে।

ভিসেন্তে দেল বস্কের পর দায়িত্বে এসেই নতুন স্পেন কোচ জুলেন লোপেতেজুই ৩৫ বছর বয়সী ক্যাসিয়াসকে প্রাক বিশ্বকাপের ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন। তবে স্প্যানিশ কোচ বলেছেন, ‘ইকার একজন আইকন। অতীত আর বর্তমান দু’টো সময়েই। তবে এবার সিদ্ধান্ত হয়েছে গোলরক্ষক হিসেবে ম্যাচ শুরু করবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়া। এর মানে অবশ্য এই নয় ইকারের জন্য দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ওর পারফরম্যান্স লেভেলের উপর নজর রাখছি। ’

ইউরোতেও ক্যাসিয়াসের বদলে স্প্যানিশ গোলরক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ডি গিয়া। একই সঙ্গে নতুন কোচ বাদ দিয়েছেন সেস ফাব্রেগাস, পেদ্রো ও হুয়ানফ্রানের মতো অভিজ্ঞ তারকাদের। এদিকে, দলে ফিরিয়েছেন দিয়েগো কস্তা আর আলকেসারকে।

আগামী সেপ্টেম্বরে বেলজিয়াম ও লিচেটস্টেইনের বিপক্ষে মাঠে নামবে লা রোজারা।

স্পেন স্কোয়াড:

গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, পেপে রেইনা, আদ্রিয়ান।

ডিফেন্ডার: সার্জিও রামোস, দানি কারবাহাল, জেরার্ড পিকে, জর্দি আলবা, মার্ক বারত্রা, সেজার আজপিলিচুয়েটা, জাভি মার্টিনেজ।

মিডফিল্ডার: সার্জি রবার্টো, সার্জিও বুসকেটস, সাউল নিগুয়েজ, কোকে, মার্কো অ্যাসেনসিও, লুকাস ভাজকুয়েজ, থিয়াগো আলকান্ত্রা, ডেভিড সিলভা, হুয়ান মাতা।

ফরোয়ার্ড: প্যাকো আলকেসার, নোলিতো, আলভারো এমারাতা, ভিতোলো, দিয়েগো কস্তা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।