ঢাকা: গত মৌসুমে রূপকথার জন্ম দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের এই নব্য জায়ান্টরা নিজেদের তৃতীয় ম্যাচে সোয়ানসি সিটিকে হারিয়েছে ২-১ গোলের ব্যবধানে।
তবে, ব্যবধানটা আরও বাড়াতে পারতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে দলের অন্যতম তারকা রিয়াদ মাহরেজ পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় ক্লদিয়ো রানিয়েরির শিষ্যদের।
ম্যাচের ৩২ মিনিটের মাথায় জেমি ভার্ডির গোলে এগিয়ে যায় লিচেস্টার। গত মৌসুমে দুর্দান্তভাবে আসর শেষ করা ভার্ডির একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিং পাওয়ার খ্যাত লিচেস্টার।
বিরতির পর ব্যবধান দ্বিগুন করেন ওয়েজ মরগান। রবার্ট হুথের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি। ৫৬ মিনিটের পাওয়া পেনাল্টির সুযোগ থেকে গোল করতে ব্যর্থ হন মাহরেজ। ৮০ মিনিটের মাথায় ব্যবধান কমানো গোল করেন সোয়ানসি সিটির লেরয় ফার (২-১)।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ এর জয় নিয়ে আর পূর্ণ তিন পয়েন্ট পকেটে ভরেই মাঠ ছাড়ে বর্তমার চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি।
বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরপি