ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

মৌসুমের প্রথম জয় গানারদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
মৌসুমের প্রথম জয় গানারদের

ঢাকা: ওয়াটফোর্ডের মাঠে আতিথ্য নিয়ে সহজ জয় পেয়েছে আসেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ওয়াটফোর্ডকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিলো মেসুত ওজিল-অ্যালেক্সিজ সানচেজরা।

ম্যাচের নবম মিনিটে আর্সেনালকে লিড পাইয়ে দেন কাজোরলা। পেনাল্টিতে পাওয়া সুযোগ থেকে গোল করেন এই স্প্যানিশ তারকা (১-০)। থিও ওয়ালকটের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন চিলিয়ান তারকা সানচেজ (২-০)।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আর্সেনালকে আরও এগিয়ে নেন ওজিল। সানচেজের সহায়তায় গোল করে দলকে ৩-০ তে এগিয়ে নেন জার্মান তারকা ওজিল। এই স্কোরেই এগিয়ে থেকে বিরতিতে যায় গানাররা।

বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি আর্সেনাল। তবে, ব্যবধান কমানোর সুযোগ পায় ওয়াটফোর্ড। দলের ব্যবধান কমানো গোলটি হয় ম্যাচের ৫৭ মিনিটে। বদলি হিসেবে খেলতে নামা ম্যাক্সি পেরেইরার গোলে ৩-১ এ স্কোর চলে আসে।

আর এই স্কোরেই ম্যাচের বাকিটা সময় পার হয়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।