ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

ড্রয়ের বৃত্তেই অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ড্রয়ের বৃত্তেই অ্যাতলেটিকো ছবি:সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুটা মোটেই ভালো হলো না অ্যাতলেটিকো মাদ্রিদের। প্রথম ম্যাচের পর এবার দ্বিতীয় ম্যাচেও হোঁচট খেল দিয়েগো সিমিওনের শিষ্যরা।

লা লিগা এবার সুযোগ পাওয়া দুর্বল লেগানেসের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

 

এ ম্যাচে অ্যাতলেটিকোর হয়ে মাঠে নেমেছিলেন দলের সেরা তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। তবে স্তাদিও মিউনিসিপাল ডি বুটার্কে আতিথিয়েতা নিতে যাওয়া লা রোজারা সুবিধে করতে পারেনি। শেষ পর্যন্ত টানা দ্বিতীয় ম্যাচে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

দুই ম্যাচে দুই ড্রয়ে ফলে অ্যাতলেটিকোর বর্তমান পয়েন্ট ২। ফলে লিগ টেবিলে ১১ নম্বরে পড়ে রইল তারা। তবে মৌসুম এখন কেবল শুরু হলো। এর মধ্যে প্রতিটি দলকেই খেলতে হবে ৩৮টি করে ম্যাচ।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।