ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

রাতে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ বিলবাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রাতে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ বিলবাও ছবি:সংগৃহীত

ঢাকা: নতুন মৌসুমের শুরুটা দারুণ করেছে বার্সেলোনা। ভালো পারফর্মের ধারাবাহিকতা লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় লুইস এনরিকের শিষ্যরা।

এবার মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও।

বিলবাওয়ের মাঠ সান মামেস ব্যারিয়ায় আতিথিয়েতা নেবে বার্সা। ম্যাচটি রোববার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে।

এবারের প্রাক মৌসুমে অসাধারণ খেলার পর সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ জিতে শিরোপা নিশ্চিত করে কাতালানরা। পরে লিগের প্রথম ম্যাচে রিয়াল বেটিসকে ৬-১ গোলে উড়িয়ে দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যেখানে হ্যাটট্রিক করেন উরুগুয়ে স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও জোড়া গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

রোববারের ম্যাচে বার্সা অবশ্য নির্ভার হয়েই মাঠে নামতে পারে। কারণ বিলবাওকে তারা শেষ পাঁচ লিগ ম্যাচেই হারিয়েছে। সর্বশেষ ১৯৯২ সালে বিলবাও বার্সার বিপক্ষে টানা আটবার হেরেছিল।

এছাড়া দু’দলের সর্বশেষ ৩৭ ম্যাচের মধ্যে বিলবাও বার্সাকে একবারই ক্লিন শিটে (১-০ গোলে) হারিয়েছিল। ম্যাচটি ছিল ২০১৩ সালের ডিসেম্বরে। অন্যদিকে বার্সা বিলবাওয়ের বিপক্ষে শেষ ছয় ম্যাচে গড়ে পাঁচটি করে গোল দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।