ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

জয়হীন সিমিওন শান্তই থাকছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
জয়হীন সিমিওন শান্তই থাকছেন ছবি: সংগৃহীত

ঢাকা: দেপোর্তিভো অালাভেস ও লেগানেস দুই অখ্যাত ক্লাবের বিপক্ষে ড্রয়ের হতাশায় মৌসুম শুরু করা সত্ত্বেও শান্ত দিয়েগো সিমিওন। বরং শিষ্যদের এই পারফরম্যান্সের মাঝেও ইতিবাচক দিক দেখছেন অ্যাতেলেতিকো ‍মাদ্রিদের আর্জেন্টাইন কোচ।

রোববারের (২৮ আগস্ট) ম্যাচে পুঁচকে লেগানেসের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফেরে অ্যাতলেতিকো। ছয়দিন আগে মৌসুমের প্রথম ম্যাচে দেপোর্তিভোর আলাভেসের বিপক্ষে (১-১) ঘরের মাঠেই সমর্থকদের নিরাশ করেন কোকে-ফার্নান্দো তোরেসরা। দুই ড্রয়ে দুই পয়েন্টে ১১ নম্বরে অবস্থান অ্যাতলেতিকোর। ভাবা ‍যায়!

তবুও দলের পারফরম্যান্সে খুশি সিমিওন, ‘আমাদের শান্ত থাকতে হবে এবং কাজ অব্যাহত রাখার বিকল্প নেই। পরিশ্রম ও উদ্যমেই আমরা যা খুঁজছি তা খুঁজে পাব। আমাদের সঙ্গে যা হয়েছে (দুই ম্যাচে ড্র) তা নিয়ে আমি লজ্জিত নই। মাঠে খেলোয়াড়দের প্রচেষ্টা ও পারফরম্যান্সে আমি খুশি। ’

আগামী শনিবার (১০ সেপ্টেম্বর) জয়ে ফেরার চ্যালেঞ্জে সেল্টা ভিগোর মাঠে নামবে দশবারের লিগ চ্যাম্পিয়ন (সবশেষ ২০১৩-১৪) অ্যাতলেতিকো। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

২০১১ সালের ডিসেম্বরে অ্যাতলেতিকোর কোচের দায়িত্ব নেন সিমিওন। তার অধীনে এই পাঁচ মৌসুমে একটি করে লা লিগা, কোপা দেল রের, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে অ্যাতলেতিকো। আর গত মৌসুমে তিন বছরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেও তাদের স্বপ্নভঙ্গ হয়। দু’বারই প্রতিপক্ষ ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।