ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্টারলিংয়ের জোড়া গোলে শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
স্টারলিংয়ের জোড়া গোলে শীর্ষে ম্যানসিটি

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের তিনটি ম্যাচ শেষে শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট হামের বিপক্ষে সিটিজেনরা সবশেষ ম্যাচে জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।


 
ইতিহাদ স্টেডিয়ামে নিজেদের মাঠে ম্যানসিটির হয়ে শুরুতে গোল করেন রাহিম স্টারলিং। শেষেও গোল করেন তিনি। মাঝে ম্যাচে ফেরার সুযোগ খুঁজেছিল ওয়েস্ট হাম। কিন্তু, আতিথ্য নেওয়া দলটিকে পিছিয়ে রাখতে সিটিজেনদের হয়ে বাকি গোলটি করেন ফার্নান্দিনহো।
 
ম্যাচের সপ্তম মিনিটে দলকে লিড পাইয়ে দেন স্টারলিং। আর ১৮তম মিনিটে বেলজিয়ান তারকা ডি ব্রুইনের অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দিনহো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
 
বিরতির পর কিছুটা উজ্জ্বল পারফর্ম করে আতিথ্য নেওয়া ওয়েস্ট হাম। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় দলটি একটি গোল শোধ করে ম্যাচে ফিরতে চেষ্টা করে। দলের হয়ে এই একমাত্র গোলটি করেন মিখাইল অ্যান্তোনিও। তবে, ম্যাচে ফেরা হয়নি অতিথিদের। উল্টো ম্যাচ ছেড়ে দেওয়ার খেসারত দিতে হয় তাদের।
 
৯০ মিনিটে গোলের সুযোগ নষ্ট করলেও যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন প্রথম গোলদাতা স্টারলিং। ডেভিড সিলভার অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোলটি করেন লিভারপুলের সাবেক এই তারকা।
 
এ মৌসুমে নিজেদের তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে ম্যানইউ, ম্যানসিটি আর চেলসি। তিন দলের পয়েন্টই ৯। তবে, গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ম্যানসিটি।
 
বাংলাদেশ সময়: ০০৪৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।