ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

চাইনিজ তাইপের টানা দ্বিতীয় জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
চাইনিজ তাইপের টানা দ্বিতীয় জয়

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: ইউ ইয়া জুয়ানের জোড়া গোলে সংযুক্ত আরব আমিরাতের মেয়েদের ৫-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় ‍তুলে নিল চাইনিজ তাইপের মেয়েরা। এর আগে গেল ২৭ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে দলটি ৭-১ গোলে গুড়িয়ে দিয়েছিল কিরগিজস্তানকে।


 
সোমবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের ১৮ মিনিটে সেং ইয়ুন-ইয়া’র গোলে ১-০তে এগিয়ে যায় চাইনিজ তাইপে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করেছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু চ্যাং লি চুয়ানের শিষ্যদের গড়া রক্ষণের সামনে তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ হলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়।
 
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় চাইনিজ তাইপে। ফলাফলও পেয়ে যায় বলতে গেলে হাতে নাতেই। কেননা দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটেই ইয়ু ইয়া জোয়ানের লো পাস থেকে ব্যবধান দ্বিগুন করেন উ ইউ জু।
৫৭ মিনিটে ঝেং ইয়া ঝি সালহা রশিদদের জালে বল জড়িয়ে দলকে ৩-০ এর ব্যবধান এনে দেন। ঝেং ইয়া ঝি’র পরে স্কোর লাইন ৪-০ তে নিয়ে যান ইউ ইয়া জুয়ান।
 
এরপর ইনজুরি টাইমে ইউ ইয়া জোয়ান দ্বিতীয়বারের মতো আরব আমিরাত জালে বল জড়ালে ৫-০ এর বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চাইনিজ তাইপের মেয়েরা।
 
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১৬
এইচএল/এমএমএস/এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।