ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ফুটবল

শিগগিরই মেসি-বার্সা নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
শিগগিরই মেসি-বার্সা নতুন চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার নতুন চুক্তির বিষয়টি এবার বাস্তবে রূপ নিচ্ছে। খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা আসবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।

এ লক্ষ্যে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিও বার্তোমেউ।

২০১৮ সালে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু দলের প্রাণভোমরাকে নাকি এরই মধ্যে নতুন প্রস্তাব দিয়ে রেখেছে বার্সা।  গত মাসে প্রকাশিত খবরে দু’পক্ষের একমত হওয়ার বিষয়টি উঠে আসে। বার্তোমেউর ভাষ্য অনুযায়ী, ২৯ বছর বয়সী এ আইকনের নতুন চুক্তিতে সই করাটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার।

এক সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট বলেন, ‘মেসির চুক্তির এখনো দু’বছর বাকি। কিন্তু আমরা তাকে এটি নবায়নের প্রস্তাব দিয়েছি কারণ আমরা চাই সে যেন এখানেই খেলা অব্যাহত রাখে। ’

মেসির কর ফাঁকি ইস্যুটি নিয়েও কথা বলেন বার্তোমেউ, ‘মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তার পরিবার যে ট্যাক্স ইস্যুর সমস্যার সম্মুখীন হয়েছে সেটি আমাদের কাম্য নয়। কারণ কখনো কখনো এসবের জন্য খেলোয়াড়রা দায়ী থাকে না। আমরা প্রত্যেকে খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি এবং লিওর ব্যাপারটি নিয়েও। সে খুবই শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। আগের চেয়ে আরো ভালো করার উচ্চাকাঙ্ক্ষা নিয়েই সে মাঠে নামে। বার্সেলোনায় সবাইকে খুশি রাখার প্রদর্শনী অব্যাহত রাখতে চায়। আমরা সব সময় তার ওপর নির্ভরশীল। ’

এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরিতে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে মেসির বিশ্বকাপ বাছাইপর্বে খেলা অনিশ্চয়তার মুখে! তবে আর্জেন্টিনার কোচ এডগার্দো বাউজা বলছেন, খেলার জন্য নাকি প্রচুর আগ্রহী মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর নতুন মৌসুমের অবশ্য শুরুটা দুর্দান্তই হয়েছে। কোপা আমেরিকার হতাশা কাটিয়ে বার্সাকে স্প্যানিশ সুপার কাপের শিরোপা এনে দিতে তার অবদান ছিল চোখে পড়ার মতো।

লা লিগায় দুই ম্যাচে দু’টি গোল করেছেন মেসি। পয়েন্ট টেবিলেও সমান ছয় পয়েন্টে লাস পালমাস ও রিয়াল মাদ্রিদের সঙ্গে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।  

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।