ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিঙ্গাপুরের জালে ইরানের ১১ গোল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
সিঙ্গাপুরের জালে ইরানের ১১ গোল ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ফাতেমা মাখদুমির চার গোলে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে সিঙ্গাপুরের মেয়েদের ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরানের মেয়েরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ গোলের ম্যাচ।

 

গত ৩১ আগস্ট কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা ১০-০ গোলের বিশাল জয় পেয়েছিল।

শনিবার (৩ সেপ্টম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের ১১ ও ১৩ মিনিটের মধ্যে সিঙ্গাপুরের জালে পর পর দু’বার বল ঠেলে ইরানকে ২-০ গোলের ব্যবধান এনে দেন অধিনায়ক ফাতেমা ঘাসেমি।

ফাতেমার পর ১৫ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান মরিয়াম মোহাম্মদি। এর ৭ মিনিট পরে সিঙ্গাপুর সীমানায় আঘাত হেনে স্কোর লাইন ৪-০তে দাঁড় করান রোঘাইয়া জালাল নাসাব।

নাসাবের পরে মিডফিল্ডার ফাতেমা মাখদুমির ভলি থেকে করা গোলে ৫-০ এর বড় ব্যবধানে এগিয়ে যায় ইরান।

এখানেই থেমে থাকেনি পারভিনা রিয়াজটির শিষ্যরা। প্রথমার্ধ শেষের ৬ মিনিট আগে নাসাব দ্বিতীয়বারের মতো জালে বল জড়ালে ৬-০ এর বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় ইরান।

বিরতি থেকে ফিরে আবার সিঙ্গাপুরের রক্ষণভাগকে বিপর্যস্ত করে তোলে হানি খোদাপারেস্তিরা। এমনই আক্রমণের ধারাবাহিকতায় ৬৯ মিনিটে মাঝমাঠ থেকে একা বল নিয়ে সিঙ্গাপুরের জালে দ্বিতীয়বারের মতো বল জড়ান ফাতেমা মাখদুমি। আর তাতেই ৭-০এর লিড পায় ইরান।
এর ঠিক দুই মিনিট পরে ফাতেমা আরেকবার জ্বলে উঠে দলকে এনে দেন ৮-০ এর ব্যবধান আর তুলে নেন নিজের হ্যাটট্টিক। এরপরও থেমে ছিলেন না ইরানের এই ফুটবল কন্যা। ৮৪ মিনিটে চতুর্থবারের মতো জ্বলে উঠে সতীর্থদের ৯-০তে এগিয়ে যাবার আনন্দে মাতিয়ে তোলেন তিনি।

ম্যাচের বাকি দুটি গোল এসেছে ৭৯ মিনিটে হানি খোদাপারেস্তি ও ৮৫ মিনিটে ফাতিমা দাইনিয়ার পা থেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।