ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সংযুক্ত আরব আমিরাতের প্রথম জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
সংযুক্ত আরব আমিরাতের প্রথম জয় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের দেখা পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। টানা তিন ম্যাচ হারের পর নিজেদের চতুর্থ ম্যাচে এসে কিরগিজস্তানকে ৩-২ গোলে হারায় দলটি।

শনিবার (৩ সেপ্টম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিক অফের ১৩ মিনিটে আল রিম আল বালোসির প্লেসিং শটে ১-০ তে লিড পায় সংযুক্ত আরব আমিরাত। ৩৭ মিনিটে ম্যাচে ১-১ এ সমতা আনেন কিরগিজ মিডফিল্ডার সেতোরা সুলতানোভা।

তবে সমতা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পোকাচালোভা সভেতলানার শিষ্যরা। কেননা ৪১ মিনিটে কিরগিজ জালে বল ঠেলে ব্যবধান ২-১ এ নিয়ে যান রাওয়ান আব্দুল্লা রসেদ আহমেদ আলহামদি।

আর এগিয়ে থেকেই বিরতিতে যায় কং থি ডুংয়ের শিষ্যরা।

সমতায় ফিরতে বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিরগিজস্তান। তাতে অবশ্য সফলও হয় দলটি। ৫১ মিনিটে অ্যাডেলিনা ইসাকোভার গোল ২-২ এ সমতায় ফেরায়।

তবে এবারও সমতাটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি কিরগিজস্তান। ৬১ মিনিটে আমিরাত ফরোয়ার্ড সারা সামির জয়সূচক গোলটি করেন। ফলে, ৩-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে সাদা রঙের জার্সিধারীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।