ঢাকা: মাঠের খেলায় এক মাসের বেশি সময় ধরে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ জাতীয় দল পর্তুগালের হয়ে ইউরো ২০১৬’র ফাইনালে খেলেছিলেন।
ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে এ মৌসুমে এখনও খেলতে পারেননি রোনালদো। যেখানে শুরুর দুটো ম্যাচই তাকে ছাড়া জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। সেই সঙ্গে পর্তুগিজদের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেকেও বাদ পড়েছেন রোনালদো।
এদিকে দলের বাইরে থাকলেও নিজের ফিটনেসের ব্যাপারে বরাবরই সচেতন তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। নিজের ফিটনেস জানিয়ে জিমে ব্যস্ত সময় পার করা রোলানদো সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিয়মিতই আপডেট দিয়ে যাচ্ছেন।
কখনো ক্যাপশনে লিখছেন ‘শিগগিরই ফিরছি’ আবার কখনো লিখছেন ‘দ্বিগুণ পরিশ্রম করছি’। সর্বশেষ একটি ছবি পোস্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ স্ট্রাইকার। যেখানে কঠোর পরিশ্রম করা এ তারকা ক্যাপশনে লিখেছেন, ‘নিজের কাজে খুশি, এখনও উন্নতি করছি’।
গত সপ্তাহে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন রোনালদো। তবে তার অনুপস্থিতিতেই মাঠ সামলাতে হচ্ছে লস ব্লাঙ্কসদের।
নতুন মৌসুমের শুরুতেই সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ যেতে রিয়াল। পরে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-০ গোলে জিতে দারুণ সূচনা করে দলটি। আর সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগ জয়ী দলটি।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস