ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

‘স্পেশাল ম্যাচ’ খেলতে নামবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
‘স্পেশাল ম্যাচ’ খেলতে নামবেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের খেতাব ধরে রাখার অভিযান শুরু হচ্ছে আজ রাতে। মিশন শুরুর ম্যাচে রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য ম্যাচটি হতে যাচ্ছে ‘স্পেশাল বা বিশেষ ম্যাচ’।

জন্মস্থান আর শৈশবের ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন রিয়ালের গোলমেশিন পর্তুগিজ তারকা রোনালদো।

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে পর্তুগালের দলটি।

গ্রুপ পর্যায়ের এই ম্যাচের তাৎপর্য রোনালদোর কাছে একটু আলাদাই হবে। এই ক্লাবেই তার শৈশব শুরু হয়। মাত্র ১২ বছর বয়সে স্পোর্টিং লিসবনে খেলতে গিয়েছিলেন পর্তুগালের প্রাণভোমরা। লিসবনের এই দলটাই রোনালদোকে তৈরি করেছে৷ ১২ বছরের রোনালদো ২০০৩ সাল পর্যন্ত সেখানেই খেলেছেন। পর্তুগিজ ক্লাবটির হয়ে খেলার সময়েই স্যার অ্যালেক্স ফার্গুসনের চোখে পড়েন রোনালদো৷ ফার্গুসনের ইচ্ছেতেই এরপর পাড়ি জমান ইংল্যান্ডে। ইংলিশ প্রিমিয়ারের দল ম্যানচেস্টার ইউনাইটেড ফার্গুসনের চাহিদা মোতাবেক রোনালদোকে কিনে নিয়েছিল স্পোর্টিং লিসবনের কাছ থেকে। পরে ২০০৯ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়ালে।

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর কাছেও ম্যাচটি স্পেশাল হতে যাচ্ছে জানিয়ে রিয়ালের কোচ জিনেদিন জিদান বলেন, ‘স্পোর্টিং লিসবনের বিপক্ষে এই ম্যাচটা নিশ্চয়ই রোনালদো কাছে স্পেশাল হয়ে থাকবে। লিসবনের এই ক্লাব তাকে তৈরি করেছে। শৈশবের প্রিয় ক্লাবের বিপক্ষে খেলা সব সময়ই স্পেশাল। তবে, রোনালদো পেশাদার ফুটবলার। সে শৈশবের ক্লাবের বিপক্ষে সেরাটাই ঢেলে দেবে। ’

জিদান আরও যোগ করেন, প্রথম মিনিট থেকেই রোনালদোর ফোকাস থাকবে ম্যাচের দিকে। সে যখন খেলে তখন নিজের শতভাগ দিয়েই খেলে। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না। ’

রোনালদোর ইনজুরি প্রসঙ্গে জিদান জানান, ‘তার ইনজুরি যেটা আছে তা মারাত্মক কিছু নয়। খেলার জন্য পুরোপুরি প্রস্তুত সে। তার সাথে আমার কথা হয়েছে, সে খেলতে চায়। আর যদি তাকে কেউ জিজ্ঞেস করে ‘তুমি কত সময় খেলতে চাও?’ রোনালদো উত্তর দেবে ‘পুরো ৯০ মিনিট’। তবে, আমি চিন্তা করে দেখবো তাকে কতক্ষণ মাঠে রাখা সম্ভব হবে। সে দু’মাস মাঠের বাইরে ছিল। মাঠে এবং মাঠের বাইরের লড়াইটা তার জন্য অনেক কঠিন, সেটা মাথায় রাখতেই হবে। ’

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। ২০০৩ সালের পর থেকে এখন পর্যন্ত ম্যানইউ আর রিয়ালের হয়ে এই আসরে ১২৭ ম্যাচ খেলে তিনি করেছেন ৯৩ গোল। এই তালিকায় দুইয়ে রয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। বার্সার হয়ে ২০০৫ সালের পর থেকে এখন পর্যন্ত ১০৭ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ৮৬টি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।