ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আগুয়েরোকে শেখানোর কিছুই নেই: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আগুয়েরোকে শেখানোর কিছুই নেই: গার্দিওলা ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের অভিযান জয় দিয়ে শুরু করেছে ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে ৪-০ গোলের জয় তুলে নেয় সিটিজেনরা।

দলের কোচ পেপ গার্দিওলার মতে, কিছুই শেখানোর নেই আর্জেন্টাইন এই তারকাকে।

ম্যাচের অষ্টম মিনিটে স্বাগতিক সিটিজেনদের এগিয়ে নেন আগুয়েরো। কোলারভের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন এই তারকা। ২৮ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। প্রথমার্ধে আগুয়েরোর জোড়া গোলের সুবাদে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় গার্দিওলার শিষ্যরা।

৭৭ মিনিটে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো (৩-০)। বাকি গোলটি করেন ইহেনাচো।

এর আগে প্লে-অফ রাউন্ডে রোমানিয়ার ক্লাব স্টেউয়া বুকুরেস্তির বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন আগুয়েরো। চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে সব মিলিয়ে আগুয়েরোর হ্যাটট্রিক দুটি। প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ২০১৪ সালে ইতিহাদ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

আর এমন দুর্দান্ত পারফর্মের পর আগুয়েরোর প্রশংসায় পঞ্চমুখ গার্দিওলা। তিনি জানান, ‘আগুয়েরো দুর্দান্ত ফুটবলার, কারণ সে ভালো খেলে। মানুয়েল পেল্লেগ্রিনির যখন সিটিজেনদের কোচ ছিলেন, তখনও দেখেছি সে ভালো খেলেছে। এমনকি জাতীয় দল আর্জেন্টিনার জার্সি গায়েও সে দুর্দান্ত। আশার কথা হলো, আগুয়েরো আমাদের সঙ্গেও দুর্দান্ত খেলে যাচ্ছে। ’

ম্যানসিটি কোচ যোগ করেন, ‘প্রতিপক্ষের ডি-বক্সে আগুয়েরো স্বাভাবিক মেধা নিয়ে খেলে। আমার তাকে শেখানোর কিছুই নেই। যদি সে আমাদের সাহায্য করতে চায়, তাহলে তাকে জানতে হবে, তার পেছনে একটা দল আছে। দলের বাকিরা তাকে সাহায্য করতে চায়। আমাকে এটাই শুধু তাকে বোঝাতে হবে। আর এভাবে সে খেলা চালিয়ে গেলেই কেবল আমাদের আরও সাহায্য করতে পারবে এবং প্রচুর গোলের দেখা পাবে। ’

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।