ঢাকা: উয়েফার নতুন প্রেসিডেন্ট আলেকসান্দের সেফেরিনকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো?’ এমন প্রশ্নে উত্তর দিতে বিশ্ব ফুটবলের মতো দুইভাগে ভাগ হননি সেফেরিন।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার সঙ্গে আলাপচারিতায় মেসি ও রোনালদোকে নিয়ে কথা বলেন সেফেরিন।
৪৮ বছর বয়সী সেফেরিন আরও যোগ করেন, ‘রোনালদোর খেলার স্টাইলে রয়েছে দারুণ শক্তি, তেজ, দৃঢ়সংকল্প। আর মেসির স্টাইল একজন শিল্পীর মতো। কে সেরা? একই প্রশ্নের উত্তর রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার জন্যও। দুটো দলই ফুটবলের জন্য ভালো। ’
উল্লেখ্য, ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নতুন সভাপতি নির্বাচিত হন স্লোভেনিয়ার সেফেরিন। নির্বাচনে নেদারল্যান্ডসের মাইকেল ফন প্রাগকে হারিয়ে তিনি এই পদে বসেন। এথেন্সে উয়েফার কংগ্রেসে স্লোভেনিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের এই প্রধান ৪২টি ভোট পান। এর আগে এই পদে ছিলেন মিশেল প্লাতিনি।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি