ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

তেভেজ নেই, আছেন আগুয়েরো-হিগুয়েন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
তেভেজ নেই, আছেন আগুয়েরো-হিগুয়েন ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি একাধিক মেজর শিরোপার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার হয়ে হতাশার নাম ছিল গঞ্জালো হিগুয়েন। জাতীয় দল থেকে ছিটকে পড়া তারকা এই ফুটবলারকে দলের কোচ এদগার্দো বাউজা আবারো ডেকে পাঠিয়েছেন।

হিগুয়েনের সঙ্গে ফিরেছেন ইনজুরিতে গত দুই ম্যাচে মাঠে নামতে না পারা ম্যানসিটির সার্জিও আগুয়েরো। তবে, জায়গা হয়নি আর্জেন্টিনার সিনিয়র তারকা কার্লোস তেভেজের।  

জাতীয় দলে নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে যেমনই হতাশাজনক পারফর্ম করেছেন হিগুয়েন, ঠিক তার উল্টোটা করেছেন ক্লাব ফুটবলে। গত মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে ৩৬ গোল করে রেকর্ড গড়েন তিনি। ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাপোলি ছেড়ে এ মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন তিনি। নতুন ক্লাবেও গোলমেশিন হিসেবে যথারীতি উজ্জ্বল এ তারকা।

ব্রাজিল বিশ্বকাপ, কোপা আমেরিকা আর কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে খেলা আজেন্টিনার হয়ে হতাশার নাম ছিল হিগুয়েন। ফলে, কোপা আমেরিকার শতবর্ষী আসরের পর দল থেকে ছিটকে পড়েন হিগুয়েন। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের আগে অভিমান ভাঙিয়ে মেসিকে জাতীয় দলে ফেরান বাউজা। এদিকে, বাদ রাখেন হিগুয়েনকে। বাছাইপর্বের দুটি ম্যাচে দলে ছিলেন না জুভিদের নতুন তারকা। অপরদিকে, ২০১৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সি গায়ে দিতে পারেননি তেভেজ।

বিশ্বকাপ বাছাইপর্বের গত দুই ম্যাচের প্রথমটিতে জিতেছিল আর্জেন্টিনা। মেসির ফেরার সেই ম্যাচে ১-০ গোলে উরুগুয়েকে হারায় বাউজার শিষ্যরা। একমাত্র গোলটি করেন মেসি। পরের ম্যাচে ইনজুরির কারণে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামতে পারেননি মেসি। দল জিততে পারেনি সেই ম্যাচে।

এদিকে, ম্যানসিটির হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচে ৯ গোল করা আগুয়েরোও ফিরেছেন। তবে, ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার মাউরো ইকার্দি উপেক্ষিতই রয়েছেন। দলে রয়েছেন মেসির উত্তরসূরি ভাবা পাওলো দিবালা। লাল কার্ড দেখায় গত ম্যাচে মাঠে নামা হয়নি এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া দিবালার।

বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে পরের মাসের শুরুতে মাঠে নামবে মেসি বাহিনী। ৬ অক্টোবর পেরুর বিপক্ষে আর পাঁচ দিন পর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দলের কোচ বাউজা এরই মধ্যে ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন।

এই মুহূর্তে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এডিনসন কাভানি-লুইস সুয়ারেজদের উরুগুয়ে। দুইয়ে আছে নেইমারের ব্রাজিল। আর তিনে আছে মেসির আর্জেন্টিনা। শীর্ষে থাকা উরুগুয়ের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে থাকা ব্রাজিলের সমান পয়েন্ট হলেও আর্জেন্টিনা গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান করছে।

আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো (ম্যান ইউনাইটেড), নাহুয়েল গুজমান (তিগ্রেস)।
ডিফেন্ডার: ফাকুন্দো রোনকাগলিয়া (সেল্টা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), রামির ফিউনেস মোরি (এভারটন), মার্কোস রোহো (ম্যান ইউনাইটেড), মার্টিন ডেমিচেলিস (এসপানিওল), পাবলো জাবালেতা (ম্যান সিটি), গ্যাব্রিয়েল মেরকাদো (সেভিয়া), নিকোলাস অতামেন্ডি (ম্যান সিটি)।
মিডফিল্ডার: মাতিয়াস ক্রানেভিতার (সেভিয়া), হাভিয়ের মাশ্চেরানো (বার্সেলোনা), লুকাস বিগলিয়া (লাৎসিও), অগাস্তো ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), এভার বানেগা (ইন্টার মিলান), এরিক লামেলা (টটেনহাম), নিকোলাস গাইতান (অ্যাটলেটিকো), অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), অ্যাঙ্গেল কোরিয়া (অ্যাটলেটিকো), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), পাউলো দিবালা (জুভেন্টাস), লুকাস প্রাতো (অ্যাটলেটিকো মিনেইরো)।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।