ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

বার্সার আরেকটি ‘এমএসএন’ শো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
বার্সার আরেকটি ‘এমএসএন’ শো ছবি: সংগৃহীত

ঢাকা: চলমান স্প্যানিশ লা লিগায় আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেসি-সুয়ারেজ-নেইমারদের (এমএসএন) গোলে ৫-১ ব্যবধানে বার্সা হারিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল লেগানেসকে।

লা লিগার গত ম্যাচে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে নতুন দল আলাভেজের বিপক্ষে ২-১ গোলে হেরে পয়েন্ট খোয়ায় লুইস এনরিকের শিষ্যরা। তবে, চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করা করা ম্যাচে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছিল। সে ম্যাচে হ্যাটট্রিক করেন মেসি। গোল করেছিলেন নেইমার আর সুয়ারেজও।

চ্যাম্পিয়ন্স লিগে বড় জয়ের পর লেগানেসের মাঠে আতিথ্য নেয় বার্সা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে কাতালানরা। লুইস এনরিক শুরুর একাদশে মাঠে নামান ৪-৩-৩ ফরমেশনে খেলা টার স্টেগেন, মাশ্চেরানো, জেরার্ড পিকে, উমতিতি, জরদি আলবা, ইভান রেকিটিক, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনহা, নেইমার, মেসি এবং সুয়ারেজকে।

অতিথি বার্সাকে প্রথম লিড পাইয়ে দেন মেসি। ম্যাচের ১৫তম মিনিটের মাথায় লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা (১-০)। চার মিনিট পর নেইমার-রাফিনহার একটি ভালো প্রচেষ্টা নষ্ট হয়ে যায়। ২৩ মিনিটে সুয়ারেজের জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন লেগানেসের গোলরক্ষক সেরানতাস।

৩১ মিনিটের মাথায় বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। এবার মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন উরুগুয়ের তারকা (২-০)। চার মিনিট পর নিজের দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। মেসির দুর্দান্ত পাস থেকে গোলবারের ১০ গজ দূর থেকে সুযোগ বুঝে শট নিতে না পারায় হতাশ হতে হয় সুয়ারেজকে।

মেসি-সুয়ারেজের পর গোল করেন নেইমার। খেলার ৪৪ মিনিটের মাথায় দলকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন ব্রাজিল তারকা (৩-০)। সুয়ারেজের সহায়তায় লেগানেসের ডিফেন্ডারদের ফাঁক গলে গোল করেন এবারের অলিম্পিক হিরো নেইমার। ৩-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় স্বাগতিক লেগানেসকে।

বিরতির পর খেলার ৫৫ মিনিটের মাথায় পেনাল্টির সুযোগ পায় বার্সা। আর তা থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি আদায় করে নেন মেসি (৪-০)। স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দিতে খেলার ৬৪ মিনিটের মাথায় বার্সার হয়ে গোল করেন রাফিনহা (৫-০)।

৮০ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় লেগানেস। স্বাগতিক দলের হয়ে গোল করেন পিয়েরেস (৫-১)। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে আতিথ্য নেওয়া বার্সা। আর এই জয়ে চার ম্যাচ খেলে তিন জয়ে কাতালানদের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৯।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।