ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জিদানের স্পর্শে রেকর্ডের সামনে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
জিদানের স্পর্শে রেকর্ডের সামনে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে বাজে পারফর্মে ভুগতে থাকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে দারুণভাবে ফিরিয়ে এনেছিলেন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া জিনেদিন জিদান। এ মৌসুমেও সেই দাপুটে ভাব ধরে রেখেছে তার শিষ্যরা।

জিদান দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন রিয়াল মাদ্রিদকে। লা লিগায় আজ এসপানিওলের বিপক্ষে জিতলে টানা জয়ের রেকর্ডটাও ছুঁয়ে ফেলবে জিদানের রিয়াল। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি।

এমন রেকর্ডের সামনে থাকা রিয়ালের হয়ে মাঠে থাকছেন না গ্যারেথ বেল ও রোনালদো। ফ্লুতে আক্রান্ত রোনালদোকে বিশ্রামে থাকতে হচ্ছে। অসুস্থ থাকায় ম্যাচের আগে অনুশীলনে যোগ দেননি ওয়েলস তারকা বেল।

ফরাসি কিংবদন্তি জিদান যখন রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেন তখন রোনালদো-বেল-বেনজেমা-রদ্রিগেজদের অবস্থা খুব একটা ভালো ছিল না। লিগের শিরোপা থেকে প্রায় ছিটকেই পড়েছিল। তবে, মৌসুমের শেষ ম্যাচে গিয়ে বার্সার থেকে এক পয়েন্ট পিছিয়ে থেকে শিরোপা হাতছাড়া হয় তাদের।

লা লিগার শিরোপা জিততে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঠিকই জিতেছিল জিদানের ছাত্ররা। শুধু তাই নয় জিদানের অধীনে গত মৌসুমের শেষ ১২টি ম্যাচেই টানা জয় পেয়েছে রিয়াল।

আর নতুন মৌসুমে এসেও পরপর তিন ম্যাচে জয় নিয়ে রিয়াল দাঁড়িয়ে রেকর্ডের সামনে। এর আগেও টানা ১৫টি ম্যাচে জয় পেয়েছিল রিয়াল। ১৯৬০-৬১ মৌসুমে পুরানো সেই রেকর্ড রিয়াল স্পর্শ করেছে গত ম্যাচে জিতেই। আজকের ম্যাচে জয় পেলে টানা ১৬ ম্যাচে জয়ের রেকর্ডে বার্সার পাশে নাম লেখাবে জিদান-রোনালদোর রিয়াল।

এর আগে পেপ গার্দিওয়ালার অধীনে বার্সা টানা ১৬টি ম্যাচে জয় পেয়েছিল। এখন রিয়ালের সামনে সেই রেকর্ডই হাতছানি দিচ্ছে। রোববার রাতে এসপানিওলের বিপক্ষে জিতলেই টানা ১৬ ম্যাচে জয়ের রেকর্ড গড়বে রিয়াল।

এবার তো বার্সার রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায় রিয়াল। কিন্তু এরপর? সুযোগ আসবে নিজেদের ছাড়িয়ে যাওয়ারও।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।