ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠা বাংলাদেশের মেয়েদের পুরস্কারের বদলে জুটেছিল তিরস্কার। আর এই মেয়েদের জন্যই গোটা দেশবাসী তাদের কাছে কৃতজ্ঞ বলে জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাহউদ্দিন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর স্থানীয় এক হোটেলে দেশের খুদে এই ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবর্ধনার পাশাপাশি সানজিদা-কৃষ্ণা রানীদের মোট চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আর্থিক পুরস্কারের ঘোষণাও দিয়েছে।
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা। যা বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন এক নজির।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বাফুফে সভাপতি সালাহউদ্দিন বলেন, আজ বাংলাদেশের জন্য গর্বের দিন। এই মেয়েদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ধন্যবাদ জানাচ্ছে। তোমাদের কাছ থেকে আমরা বারবার এরকম গর্বের পারফর্ম চাই। পুরো দেশ তোমাদের সাফল্যে গর্বিত এবং কৃতজ্ঞ।
সানজিদা-মার্জিয়া-তহুরা-মৌসুমীদের ধন্যবাদ জানিয়ে সালাহউদ্দিন আরও জানান, তোমাদের এখন থেকে দায়িত্ব আরও বেড়ে গেল। তোমরা দেশের মানুষকে ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবে বলে বিশ্বাস করি। সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে তোমাদের কাছ থেকে আরও কিছু অর্জন চাই। তোমরা জাতিকে গর্বিত করেছো।
সেখানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি নাবিল আহমেদ, বাদল রায়, তাবিথ আউয়াল, নাইমুর রহমান দুর্জয়। উপস্থিত ছিলেন আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া প্রতিষ্ঠান জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী এনাম আহমেদ, সাইফ গ্লোবাল স্পোর্টস এর চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, ক্যাল্ডওয়েল ডেভলপার্স এর খায়রুল মজিদ এবং এসএস সলিউশনস এর কর্তাব্যক্তিরা।
২০১৭ সালের সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। যেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি