ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

পুরো টাকাই বাবার হাতে তুলে দেবেন কৃষ্ণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
পুরো টাকাই বাবার হাতে তুলে দেবেন কৃষ্ণা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার (১৯ সেপ্টেম্বর) দিনটি বাংলাদেশ ফুটবলের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব উতরে মূল পর্বে যাওয়ার পুরস্কার হিসেবে এদিন রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে কৃষ্ণা, তহুরাদের সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

পাশাপাশি দরিদ্র এই কিশোরিদের হাতে জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস ও ক্যাল্ডওয়েল ডেভলপার্স নামের তিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তুলে দিয়েছে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা।

আর এই টাকা পেয়ে দারুণ খুশি কৃষক বাবা বাসুদেব সরকারের মেয়ে কৃষ্ণা রানী সরকার। পাওয়া টাকার পুরোটাই বাবার হাতে তুলে দিতে চাইলেন লাল-সবুজের এই কিশোরি দলপতি, ‘যেহেতু আমি গরিব পরিবারের মেয়ে, সেজন্য পুরো টাকাটাই বাবার হাতে দেব। এতে করে তার সাহায্য হবে। এতগুলো টাকা একসাথে পেয়ে খুবই ভালো লাগছে। কেননা এই প্রথম আমরা এতগুলো টাকা একসাথে দেখলাম। আমাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য বাফুফেকে আমরা ধন্যবাদ জানাই। ’   

বাছাইপর্বে টানা তিন ম্যাচ জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়ে মূল পর্বে উঠার মিশনে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিলেন কৃষ্ণা। শুধু বল জড়িয়েই ক্ষান্ত ছিলেন না। সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন। আর নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে এই কৃষ্ণাই স্বাগতিক বাংলাদেশকে উপহার দিয়েছিলেন ২টি গোল। আর তাতেই অপরাজিত চ্যাম্পিয়নের তকমা গায়ে নিয়ে মূল পর্বে উঠে বাংলাদেশ।

তবে এখানেই থেমে থাকতে চাইছেন না কৃষ্ণা। ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নামবে বাংলাদেশ। যেখানে জাপান, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, থাইল্যান্ড ও লাওসের সঙ্গে খেলবে বাংলাদেশের মেয়েরা। আর সেখানেও বাছাইপর্বের মতোই দুর্দান্ত খেলার ইচ্ছের কথা জানালেন টাইগ্রেসদের দলপতি, ‘ওরা অনেক বড় দল। তবে আমরাও ছেড়ে কথা বলবো না। ওদের সাথে লড়াই করে খেলতেই আমরা প্রস্তুতি নিচ্ছি। ’

এদিকে বাফুফের দেয়া এই সংবর্ধনা তাদের গর্বিত করেছে বলে জানালেন কৃষ্ণা। একই সঙ্গে তারা পুলোকিত এই ভেবে যে, তাদের বাবা-মাকে বাফুফে আমন্ত্রণ থেকে বাদ দেয়নি, ‘বাফুফের কাছ থেকে সংবর্ধনা পেয়ে অনেক ভালো লাগছে। আমরা গর্বিত এই ভেবে যে বাংলাদেশের জন্য কিছু করতে পেরেছি। আমাদের সাথে সাথে আমাদের বাবা-মাকে তারা ডেকে এনেছেন, এই ব্যাপারটি আমাদের গর্বের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। ’

আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া এই সংবর্ধনা ভবিষ্যতে আরও ভালো খেলতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন লাল-সবুজের দলপতি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।