ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

ভিয়ারিয়াল ম্যাচে ফিরছেন বেল-রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ভিয়ারিয়াল ম্যাচে ফিরছেন বেল-রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: এসপানিওলের বিপক্ষে রেকর্ডময় জয়ের পর আরো কিছু ইতিবাচক খবর উপভোগ করছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন দলের দুই সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এসপানিওলের মাঠে ২-০ গোলে জেতা ম্যাচটি মিস করেন বেল-রোনালদো। পূর্ণ পয়েন্ট নিয়ে লা লিগায় বার্সেলোনার টানা ১৬ ম্যাচে জয়ের রেকর্ড (২০১০-১১) স্পর্শ করেছিল লস ব্লাঙ্কসরা।

ইউরোর ফাইনালে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ পুনর্বাসন শেষে গত শনিবার (১০ সেপ্টেম্বর) ওসাসুনার বিপক্ষে মাঠে ফিরেছিলেন রোনালদো। ফ্লু’তে আক্রান্ত হওয়ায় পরবর্তী লিগ ম্যাচেই তাকে দলের বাইরে থাকতে হয়। অন্যদিকে, স্পোর্টিং লিসবনের বিপক্ষে গত সপ্তাহে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ম্যাচে (২-১) প্রতিপক্ষের খেলোয়াড়ের ট্যাকলে নিতম্বে (হিপ) চোট পান বেল।

গ্যালাকটিকোদের জন্য সুখবর, ঘরের ‍মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ফিরতে পারেন বেল ও রোনালদো। গত সপ্তাহেই স্কোয়াড রদবদল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন জিদান। বুধবার (২১ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।