ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

সুব্রত কাপের সেমিতে বিকেএসপি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
সুব্রত কাপের সেমিতে বিকেএসপি ছবি: সংগৃহীত

ঢাকা: দিল্লির আমবেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত সুব্রত কাপ অনূর্ধ্ব-১৪ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা-২০১৬ এর সেমি-ফাইনালে উঠেছে বিকেএসপি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) প্রথম কোয়ার্টার ফাইনালে বিকেএসপি ১-০ গোলের ব্যবধানে মনিপুর দলকে পরাজিত করে।

ফলে, প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

স্থানীয় সময় দুপুর দুইটায় ম্যাচ শুরু হয়। বিকেএসপি’র পক্ষে হাবিবুর রহমান খেলার প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন।

আগামী ২৭ সেপ্টেম্বর সেমি-ফাইনালে বিকেএসপি’র প্রতিপক্ষ আফগানিস্তান। ২৯ তারিখ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বিকেএসপির ম্যানেজার ও কোচের দায়িত্বে আছেন উজ্জ্বল চক্রবর্তী ও হাসান আল মাসুদ। উল্লেখ্য বিকেএসপি দলটি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।