ঢাকা: চলমান প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ড্র করেছে শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী। দারুণ জমে উঠা ম্যাচে কোনো দলই গোল করতে না পারলে গোলশূন্য ড্র নিয়ে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ম্যাচের প্রথম থেকেই দুই দল নিজেদের রক্ষণ আগলে রেখে আক্রমণাত্মক খেলেছে।
প্রিমিয়ার লিগে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল চট্টগ্রাম আবাহনী এই ম্যাচটি জিতলে শীর্ষে থাকা শেখ জামালের কাঁধে নিঃশ্বাস ফেলতে পারতো। তবে, ম্যাচের প্রথমার্ধে তিন-চারটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বন্দর নগরীর দলটি। খেলা ৪০ মিনিটের মাথায় দলপতি মামুনুল ইসলামের বাঁকানো কর্নার থেকে গোলের সম্ভাবনা জেগেছিল। ৪৫ মিনিটের মাথায় মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের হেড গোলবার মিস করলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫৯ মিনিটের মাথায় আরামবাগের সাজিদুর রহমানের বাড়ানো বল থেকে শট নিয়েছিলেন কেস্টার আকন। তবে, তা থেকেও কোনো গোল আসেনি। ৭০ মিনিটের পর চট্টগ্রামের দলটি নিজেদের আক্রমণের ধার বাড়িয়ে খেলতে থাকে।
আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরে ঢাকা পর্ব শুরু করা চট্টগ্রাম আবাহনীকে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়।
সাত ম্যাচ খেলা চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ বেড়ে দাঁড়ালো ১২ পয়েন্ট। অপরদিকে, সমান ম্যাচে ৭ পয়েন্ট আরামবাগের।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি