ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ফুটবল

আর্সেনাল-পিএসজির সহজ জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
আর্সেনাল-পিএসজির সহজ জয়

ঢাকা: লিগ ওয়ানের ম্যাচে সহজ জয় পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। এদিকে, ইংল্যান্ডের মাটিতে লিগ কাপে জয় পেয়েছে আর্সেনাল।

পিএসজি ৩-০ গোলে হারায় দিজনকে আর নটিংহামকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল।
 
নটিংহামের মাঠে আতিথ্য নিয়ে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আর্সেনাল। গানারদের হয়ে খেলার ২৩ মিনিটের মাথায় গোল করেন জাকা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
 
বিরতির পর নটিংহামের জালে আরও তিনবার বল জড়ায় গানাররা। খেলার ৬০ মিনিটে নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোলটি করেন লুকাস। ৭১ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি লুকাস আর্সেনালের তৃতীয় গোলটি করেন। যোগ করা অতিরিক্ত সময়ে নটিংহামের জালে চতুর্থবার বল জড়াতে গোল করেন চেম্বারলেইন। ফলে, ৪-০ গোলের সহজ জয় তুলে নিয়েছে আর্সেনাল।
 
এদিকে, নিজেদের মাঠে পিএসজি অপ্রতিরোধ্য ছিল। খেলার ১৫ মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। আতিথ্য নেওয়া দিজনের ফুটবলার ল্যাংগের আত্মঘাতী গোলের সুবাদে এগিয়ে যায় পিএসজি। ২৭ মিনিটের মাথায় উরুগুয়ের তারকা স্ট্রাইকার পিএসজির গোলমেশিন খ্যাত এডিনসন কাভানি গোল করলে ২-০ তে লিড নেয় স্বাগতিকরা।
 
৬৭ মিনিটে লুকাসের গোলে ৩-০ তে স্কোরলাইন দাঁড় করায় পিএসজি। আর এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা।
 
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।