ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সেই ডর্টমুন্ডের বিপক্ষে রাতে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
সেই ডর্টমুন্ডের বিপক্ষে রাতে নামছে রিয়াল ছবি:সংগৃহীত

ঢাকা: বুরুশিয়া ডর্টমুন্ড রিয়াল মাদ্রিদের কাছে সব সময়ই অপয়া নাম। কারণ এই একটি ক্লাবের বিপক্ষে কোনো ভাবেই পেরে উঠছে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

আর তাদের মাঠে হলে তো কথাই নেই! রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের জমজমাট গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে দু’দল।

ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগন‍াল ইদুনা পার্কে আতিথিয়েতা নিতে যাবে জিনেদিন জিদানের শিষ্যরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

রিয়াল এত বড় একটি দল, যেখানে খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা ও গ্যারেথ বেলের মতো তারকারা। তবে ডর্টমুন্ডের বিপক্ষে এলেই চিন্তার ভাঁজ পড়ে যায় গ্যালাকটিকো সমর্থকদের মাঝে। এর যথাযথ কারণ হচ্ছে জার্মান দলটির বিপক্ষে হারা অথবা হোঁচট খাওয়া।

এ নিয়ে সবশেষ পাঁচ চ্যাম্পিয়নস লিগ মৌসুমে সপ্তমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দু’দল (দু’টি করে গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল)। ডর্টমুন্ডের মাঠে পাঁচটি ম্যাচেই জয়হীন রিয়াল, সবগুলোই চ্যাম্পিয়নস লিগে (২ ড্র, ৩ হার)। সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা মিলিয়ে শুধুমাত্র ইন্টার মিলান ও এসি মিলানের মাঠে গিয়ে সর্বোচ্চ সাতবার কোনো জয়ের দেখা পায়নি লস ব্লাঙ্কসরা।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে বুরুশিয়ার বিপক্ষে শেষ তিনটি অ্যাওয়ে ম্যাচেই হারের লজ্জায় ডোবে স্প্যানিশ জায়ান্টরা।  বর্তমানে এক প্রতিপক্ষের বিপক্ষে এটা তাদের সবচেয়ে বেশি টানা হারের অগৌরবের রেকর্ডও বটে!

ঘরোয়া লিগে রিয়াল এবারের মৌসুমে শুরুটা ভালো করলেও শেষ দুই ম্যাচে ড্র করে হোঁচট খেয়েছে। তবে ডর্টমুন্ড নিজেদের শেষ চার ম্যাচ জিতে বেশ চাঙ্গা হয়েই আছে।

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি জিদানের শিষ্যরা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল। অন্যদিকে পোলিশ ক্লাব লেগিয়া ওয়ারশোর বিপক্ষে ৬-০ ব্যবধানে জিতে ইউরোপের সর্বোচ্চ আসর শুরু করেছিল ডর্টমুন্ড। তাই এ ম্যাচেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালকে ভেবে-চিন্তে নামতে হচ্ছে।

চ্যাম্পিয়নস লিগে রাতে অন্য যে দলগুলো মুখোমুখি:

মোনাকো : লেভারকুসেন
সিএসকেএ মস্কো : টটেনহাম
ডর্টমুন্ড : রিয়াল মাদ্রিদ
স্পোর্টিং লিসবন : লেগিয়া
কোপেনহেগেন : ক্লাব ব্রুগা
লেস্টার সিটি : পোর্তো
সেভিয়া : লিঁও
ডায়নামো জাগরেব : জুভেন্টাস
* স্বাগতিক দল আগে

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।