সিলেট: শোককে শক্তিতে পরিণত করে জয় আনতে পারেনি উত্তর বারিধারা ক্লাব। সড়ক দুর্ঘটনায় দলের এক কর্মকর্তার নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে আসে ক্লাবের খেলোয়াড়দের মধ্যে।
শেষ পর্যন্ত ২-১ গোলে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে বারিধারা ক্লাবকে মাঠ ছাড়তে হয়েছে।
এই নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের নবম ম্যাচে অষ্টম হারের মুখ দেখলো ক্লাবটি। একটিমাত্র জয় নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে রয়েছে ক্লাবটির অবস্থান।
এদিকে, নিজেদের দ্বিতীয় জয়ে সকার ক্লাব ফেনীকে টপকে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে ব্রাদার্স।
ম্যাচের মধ্যবিরতিতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার আগে মাঠে দাঁড়িয়ে শোক প্রকাশ করেন রেফারি ও দু’দলের খেলোয়াড়রা। প্লেয়ার জোনেও ছিলো একই দৃশ্য। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে শোকে সংহতি প্রকাশ করলেন প্রেসবক্সে কর্মরত সাংবাদিকরাও।
সিলেট জেলা স্টেডিয়ামে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। প্রধমার্ধের শেষের দিকে কাওছার আলী রাব্বির কর্নার শট থেকে হেড দিয়ে গোল করেন ঘানার ডিফেন্ডার আব্বাস ইনুশাহ।
দ্বিতীয় গোলটিও ব্রাদার্সের হয়ে করেন আরেক বিদেশি খেলোয়াড় হাইতির মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন। দ্বিতীয়ার্ধ্বে ম্যাচের ৫৪ মিনিটেরে মাথায় মাঝমাঠ থেকে নিয়ে ডিফেন্ডারকে দু’দফা কাটিয়ে অগাস্টিন ওয়ালসন দুর্দান্ত শর্ট নিলে গোলরক্ষক বলটি ধরতে ব্যর্থ হন। ততোক্ষণে গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জড়ায় জালে।
ম্যাচের ৭১ মিনিটে মনির আলমের কর্ণার শট থেকে হেড দিয়ে গোল করেন বারিধারার মামুন হোসেন। ব্যবধান কমালেও সমতা ফিরিয়ে আনার চেষ্টায় ছিলো মন্থর গতি। শেষ পর্যন্ত পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বারিধারা ক্লাব।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এনইউ/জিপি/এসএনএস