ঢাকা: হঠাৎই নিজেদের হারিয়ে ফেললো রিয়াল মাদ্রিদ। চেনা ছন্দে নেই বিশ্ব ক্লাব ফুটবলের সেরা এই দলটি।
রোববার (০২ অক্টোবর) লা লিগার ম্যাচে আবারও মাঠে নামছে রিয়াল। ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ দুর্বল এইবার। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় মুখোমুখি হবে দু’দল।
এবারের লিগটা অবশ্য গ্যালাকটিকোরা ভালোই শুরু করেছিল। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ ও লাস পালমাসের বিপক্ষে ২-২ গোলে হোঁচট খেয়ে মনোবল ভেঙে যায় দলটির। ফর্মে নেই দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই ম্যাচে এই পর্তুগিজ অধিনায়কের ওপরই ভরসা রাখছেন কোচ জিদান।
এইবারের বিপক্ষে রিয়ালের রেকর্ড অবশ্য দুর্দান্ত। এখন পর্যন্ত লিগের ম্যাচে চারবারের দেখায় প্রতিবারই দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে সাদা জার্সিধারীরা। এমনকি সেই চার ম্যাচে কোনো গোলও খায়নি তারা।
নিজেদের শেষ পাঁচ ম্যাচে রিয়াল দুই জয়ের বিপরীতে তিনটিতে ড্র করেছে। অন্যদিকে সমান দুই জয় তুলে নিয়েছে এইবারও। তবে দুই ড্রয়ের পাশাপাশি একটি ম্যাচে হেরেছে পুঁচকে দলটি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস