ঢাকা: ঘরের মাঠে জিয়ানলুইজি বুফনের ভুলের খেসারতই দিতে যাচ্ছিল ইতালি। শেষদিকে ডেনিয়েল ডি রসির পেনাল্টি গোলে হয় রক্ষা।
তুরিনোর জুভেন্টাস স্টেডিয়ামে প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৫৫ মিনিটে দর্শকরা রীতিমতো অবাকই হন। বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক বুফনও এমন ভুল করেন! সার্জিও বুসকেটসের বাড়ানো বলটি প্রায় নাগালের মধ্যেই ছিল। ডি-বক্সের ঠিক বাইরে থেকে মুখোমুখি অবস্থানে সহজেই তা ক্লিয়ার করতে পারতেন। কিন্তু উল্টো বুফনকে কাটিয়ে বল জালে পাঠান মিডফিল্ডার ভিতোলো।
নির্ধারিত সময়ের আট মিনিট আগে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। ডি-বক্সে ঢুকে পড়া ফরোয়ার্ড এডারকে ট্যাকল করে বসেন সার্জিও রামোস। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিকে ইতালিকে সমতায় ফেরান রসি। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই দু’দলকে সন্তুষ্ট থাকতে হয়।
আগামী রোববার (৯ অক্টোর) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসা আলবেনিয়ার মাঠে নামবে স্পেন। ‘জি’ গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক ম্যাসেডোনিয়ার মুখোমুখি হবে ইতালি। দু’টি ম্যাচই বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় শুরু হবে।
ইউরোপ অঞ্চলের অন্যান্য ম্যাচের ফলাফল: অস্ট্রিয়া ২-২ ওয়েলস, ম্যাসেডোনিয়া ১-২ ইসরাইল, আইসল্যান্ড ৩-২ ফিনল্যান্ড, কোসোভো ০-৬ ক্রোয়েশিয়া, লিচেনস্টেইন ০-২ আলবেনিয়া, মলদোভা ০-৩ সার্বিয়া, রিপাবলিক অব আয়ারল্যান্ড ১-০ জর্জিয়া, তুরস্ক ২-২ ইউক্রেন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম