ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

সহজ জয় ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
সহজ জয় ইংল্যান্ডের ছবি:সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল মাল্টার বিপক্ষে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। ড্যানিয়েল স্টুরিজ ও ডেলে আলীর গোলে ২-০ ব্যবধানে জয় পেল অন্তবর্তীকালীন কোচ গ্রেথসাউথগেটের শিষ্যরা।

এ জয়ে পর গ্রুপ ‘এফ’এ শীর্ষে অবস্থান করছে ইংলিশরা।

শনিবার রাতে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে মাল্টাকে আতিথিয়েতা জানায় ইংল্যান্ড। আর প্রায় ৮২ হাজার দর্শকের সামনে দেশকে আনন্দে ভাসান স্বাগতিকরা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের দেখা পেয়ে যায় ইংল্যান্ড। খেলার ২৯ মিনিটে স্টুরিজ ও নয় মিনিট পরে আলী গোল করে দলের জয় নিশ্চিত করেন। কোনো প্রতিরোধ গড়তে পারেনি মাল্টা। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ওয়েন রুনিদের।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।