ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

পুয়োলের দ্বিতীয় পছন্দের দল এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
পুয়োলের দ্বিতীয় পছন্দের দল এসি মিলান কার্লেস পুয়োল-ছবি:সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার কিংবদন্তি কার্লেস পুয়োলের হৃদয়ে এসি মিলানের জন্য বিশেষ একটি জায়াগা রয়েছে। আর কাতালান দলের পরে ইতালিয়ান জায়ান্ট দলটিই তার ‘দ্বিতীয় দল’ বলে জানান স্প্যানিশ সাবেক তারকা।

পুয়োল ক্যাম্প ন্যু’তেই ক্যারিয়ারের পুরাটা সময় কাটিয়েছেন। ২০১৩-১৪ মৌসুমে অবসরে যাওয়ার আগে খেলেছেন প্রায় ৬০০টি ম্যাচ। তবে মোনাকোতে এক সাক্ষাতে তিনি জানান ইতালিয়ান তার আরেক প্রিয় ক্লাব।

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার বলেন, ‘বার্সা আমার কাছে প্রথম, কেউ পছন্দ করুক আর নাই করুক। তবে আমি সব সময়ই বলেছি, মিলান আমার দ্বিতীয় ফেভারিট ক্লাব। ’

তিনি আরও বলেন, ‘এটা একটা সেরা ক্লাব ছিল। তবে বর্তমানে দলটির অবস্থা খুব ভালো না। আমি আশাকরি তারা দ্রুতই নিজেদের খারাপ সময় কাটিয়ে দুর্দন্ত ফুটবলে ফিরবে। ’

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ১৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।