ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে ম্যারাডোনাদের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
রোমাঞ্চকর ম্যাচে ম্যারাডোনাদের হার ছবি: সংগৃহীত

ঢাকা: পোপ ফ্রান্সিসের উদ্যোগে ইতালির রোমে হয়ে গেল শান্তির জন্য চ্যারিটি ম্যাচ। দিয়েগো ম্যারাডোনার পাশাপাশি ক্রেসপো, কাফু, ফ্রান্সেস্কো টট্টি ও রোনালদিনহোর মতো সাবেক কিংবদন্তি ফুটবলাররা এতে অংশ নেন।

এছাড়াও আরো বেশ কয়েকজন তারকার খেলা উপভোগ করেন দর্শকরা।

অলিম্পিকো স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটিকে লা লিগা একাদশের কাছে ৪-৩ গোলে হেরে যায় বিশ্ব একাদশ। একমাত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলা চলাচালীন স্বদেশী হুয়ান সেবাস্তিয়ান ভেরনের ওপর ম্যারাডোনার ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ!

বরাবরের মতোই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ৮৬’র বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা। আগের সেই কারিকুরির ঝলক দেখান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। বল পায়ে কয়েকবার ক্ষিপ্র গতির প্রদর্শনীও উপহার দেন তিনি। অবশ্য গোলের দেখা পাননি ৫৫ বছর বয়সী এ ফুটবল গ্রেট। শেষ পর্যন্ত তার দলও (ব্লু  টিম) হেরে যায়।

নীল ও সাদা টিমে ভাগ হয়ে মাঠে নামেন ম্যারাডোনা-রোনালদিনহোরা। খেলা শুরুর এক মিনিটেই নীল দলকে লিড এনে দেন ইতালিয়ান ডি নাতালে। চার মিনিট বাদেই সাদা দলকে সমতায় ফেরান ফ্রান্সের কানোতে।

ইতালিয়ান আইকন টট্টির হাত ধরে ২২ মিনিটে আবারো লিড নেয় নীল টিম। ৩৪ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড বোজান কিরকিচের সমতা ফেরানো গোলে ম্যাচে যোগ হয় বাড়তি উত্তেজনা। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান এক সময়ের আর্জেন্টাইন ‘গোলমেশিন’ হার্নান ক্রেসপো। ৩-২ ব্যবধানে এগিয়ে যায় হোয়াইট টিম। ​

এক মিনিট না যেতেই আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস বুর্দিসোর নৈপুণ্যে আবারো ম্যাচে ফেরে ব্লু টিম। কিন্তু শেষ রক্ষা আর হলো না।  ঠিক দশ মিনিট পরই সাদা দলের হয়ে জয়সূচক গোল উদযাপনে মাতেন বুর্দিসোর স্বদেশী স্ট্রাইকার কাভেনাগি।

নীল দল (বিশ্ব একাদশ): মোন্দ্রাগন, কাফু, আলডায়ার, বুর্দিসো, কান্দেলা, তাদ্দেই, কার্বোনে, মাউরি, ম্যারাডোনা, ডি নাতালে, টট্টি।

সাদা দল (লা লিগা একাদশ): বাইজারি, জামব্রোত্তা, মার্কুয়েজ, সানচিস, আবিদাল, ডেভিডস, ভেরন, বোজান, রোনালদিনহো, ক্রেসপো, কানোতে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।