ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউরোপে ফিরছেন দ্রগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
ইউরোপে ফিরছেন দ্রগবা ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবাকে স্বল্প মেয়াদের ধারের চুক্তিতে দলে ভেড়ানোর প্রস্তুতি নিচ্ছে নাপোলি। বর্তমানে আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) টিম মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে খেলছেন আইভরিকোস্ট অাইকন।

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম বলছে, ইনজুরি আক্রান্ত তরুণ পোলিশ স্ট্রাইকার আর্কাডিউজ মিলিকের বিকল্প হিসেবেই দ্রগবাকে ধারের চুক্তিতে নিতে আগ্রহী নাপোলি। বিশ্বকাপ বাছাইয়ে ডেনমার্কের বিপক্ষে পোল্যান্ডের ৩-২ গোলে জেতা ম্যাচটিতে লিগামেন্ট ইনজুরিতে ভোগেন মিলিক।

এখনো মন্ট্রিল ইম্প্যাক্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি নাপোলি। সে যাই হোক, দলের ইতালিয়ান ফরোয়ার্ড মানোলা গাব্বিয়াদিনির ওপর আস্থা রাখছে তারা। তবুও দ্রগবাকে দলে টানার পরিকল্পনা করছে ‘সিরি আ’ জায়ান্টরা।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এর একটা ‍সুরাহা হতে পারে! শেষ পর্যন্ত দ্রগবার ইউরোপে প্রত্যাবর্তন হবে কিনা সেটিই এখন দেখার বিষয়। সেক্ষেত্রে ইতালিয়ান লিগেও তার অভিষেক হবে। বলা বাহুল্য, অতীতে একইভাবে এলএ গ্যালাক্সি থেকে দুই দফায় ধারের চুক্তিতে এসি মিলানে যোগ দিয়েছিলেন ডেভিড বেকহাম।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।