ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপে হুমকির মুখে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বিশ্বকাপে হুমকির মুখে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে হোঁচট খেতে থাকা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে বেশ উদ্বিগ্ন দলের সেরা ডিফেন্ডার হাভিয়ের মাশ্চেরানো। বিশ্বকাপে অংশ নিতে নিজের দেশকে অনেকটাই হুমকির মুখে দেখছেন তিনি।

১০ দেশের বাছাইপর্ব পেরিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে চারটি দেশ। তবে, মোট পাঁচটি দল খেলবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে অংশ নিতে হলে উতরে যেতে হবে প্লে-অফের বাধা। পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা রয়েছে পঞ্চম অবস্থানে।

নিজেদের মাটিতে আর্জেন্টিনা সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে। আগের ম্যাচে পেরুর বিপক্ষে পয়েন্ট খুইয়েছে (২-২) মেসির দেশ।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচ শেষে শীর্ষে নেইমারের ব্রাজিল। সেলেকাওদের পয়েন্ট সর্বোচ্চ ২১। আর আর্জেন্টিনা সমান ম্যাচ খেলে অর্জন করেছে ১৬ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ১৭ পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়া। পাঁচে থাকা আর্জেন্টিনার পর রয়েছে প্যারাগুয়ে (১৫ পয়েন্ট), চিলি (১৪), পেরু (৮), বলিভিয়া (৮) এবং ভেনেজুয়েলা (২)।

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে সাম্প্রতিক ফর্ম যদি এভাবেই চলতে থাকে তবে, বিশ্ব আসরের আগে বেশ বড় হোঁচট খেতে হবে আর্জেন্টাইনদের-এমনটিই মনে করেন বার্সা তারকা মাশ্চেরানো। তিনি জানান, ‘ফুটবলের বাজে ফর্ম আপনার মানসিকতার উপর বাজে প্রভাব ফেলে। আমাদের এমন ফর্ম নিয়ে আমি উদ্বিগ্ন। এটা পরিষ্কার যে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। ’

আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম নিয়ে বলতে গিয়ে মাশ্চেরানো আরও যোগ করেন, ‘আমরা গত দুটি ম্যাচে বাজে করেছি, এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। প্যারাগুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচে আমরা হেরে গেছি। পয়েন্ট হারানোরও কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।