ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সাতেই থাকছেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
বার্সাতেই থাকছেন মাশ্চেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: আপাতত বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের মাশ্চেরানো। সেই লক্ষ্যে ক্লাবটির সাথে আড়াই বছরের চুক্তি বাড়ালেন এই তারকা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার (১৬ অক্টোবর) বার্সেলোনার সঙ্গে বর্ধিত চুক্তিপত্রে স্বাক্ষর করবেন মাশ্চেরানো। আর এর ফলে ২০১৯ সাল পর্যন্ত কাতালানদের হয়ে মাঝমাঠ দাপিয়ে বেড়াবেন এই মিডফিল্ডার।

ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ২০১০ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন এই আর্জেন্টাইন। আর তার  যোগ দেয়ার পর গেল ছয় মৌসুমে চারটি লা লিগা ও দু’টি চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৩ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।