ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

নতুন চুক্তিতে বেলের মূল্য ৫০০ মিলিয়ন ইউরো!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
নতুন চুক্তিতে বেলের মূল্য ৫০০ মিলিয়ন ইউরো! ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে নতুন চুক্তির আলোচনা চলছে। এমন খবর সবারই জানা।

ক্লাবের আরেক তারকা গ্যারেথ বেলকেও দীর্ঘমেয়াদে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তাতে অন্যান্য ইউরোপিয়ান জায়ান্টদের সামনে নাকি দুঃসংবাদই অপেক্ষা করছে। ওয়েলস তারকার মূল্য চলে যাবে যে ধরাছোঁয়ার বাইরে!

স্পেনের রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা সের’র বরাত দিয়ে গোল ডট কম বলছে, ২০২১-২২ মৌসুম পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকতে রাজি বেল। অবশ্য এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি লস ব্লাঙ্কসরা।

২০১৩ সালে টটেনহাম ছেড়ে সে সময়ের রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়ালে পাড়ি জমান বেল। যা এখন পল পগবার দখলে। গত আগস্টে ১১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস ছেড়ে পুরনো ক্লাব ম্যানইউতে ফিরে আসেন ফ্রেঞ্চ মিডফিল্ডার।

শুরু থেকেই গ্যালাকটিকোদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেল। ক্রমেই নিজেকে নিয়ে যান আরো উচ্চতায়। রোনালদো-বেনজেমার পাশাপাশি দলের আক্রমণভাগ আরো গতিময় করে তোলেন ২৭ বছর বয়সী এ উইঙ্গার।

সূত্রমতে, ভবিষ্যতের কথা মাথায় রেখে ফর্মের তুঙ্গে থাকা বেলকে ছয় বছরের নতুন চুক্তিতে পুরস্কৃত করতে যাচ্ছে রিয়াল। যেখানে তার রিলিজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। ভাবা যায়! এমনটি হলে ওয়েলস তারকাকে দলে টানতে হলে টাকার বস্তা নিয়েই নামতে হবে আগ্রহী ক্লাবগুলোকে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।