ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আরামবাগের বিপক্ষে হারলো শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
আরামবাগের বিপক্ষে হারলো শেখ রাসেল ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও পরাজয়ের মুখ দেখলো শেখ রাসেল ক্রীড়া চক্র। জাতীয় দলের খেলা শেষে আবারো শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল।

ফেরার ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগ মাঠে নেমেছিল। আরেকবার হারের মুখ দেখলো শেখ রাসেল। নিজেদের বাজে ফর্ম ধরে রেখে ১-০ গোলে হেরেছে দলটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১৪ অক্টোবর) মাঠে নেমেছিল দুই দল।

দশ খেলায় শেষ রাসেলের এটি সপ্তম পরাজয় আর আরামবাগের তৃতীয় জয়।

আরামবাগের হয়ে একমাত্র ও জয়সূচক গোলটি করেন থিয়াগো টাইসন। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক শটে শেখ রাসেলের জালে বল জড়ান ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। মতিঝিল ক্লাব পাড়ার দলটি এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল শেখ রাসেলও। ম্যাচের ২০তম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন ফরোয়ার্ড শাখাওয়াত রনি। তবে, আরামবাগের জালের বাইরে দিয়ে তা চলে যায়। প্রধমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রাসেল।

বিরতির পরও সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করে বিগ বাজেটের দলটি। তবে, সমতায় ফেরা হয়নি, বরং নিজেদের ফিনিশিংয়ের অভাবে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় শেখ রাসেলকে।

দশ ম্যাচ খেলা আরামবাগের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪-তে, অপরদিকে শেখ রাসেলের পয়েন্ট থেমে আছে ৫-এ, অবস্থান ১২ দলের মাঝে একাদশ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৪ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।