ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে’র ড্র, বার্সা-হারকিউলেস, রিয়াল-লিওনেসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
কোপা দেল রে’র ড্র, বার্সা-হারকিউলেস, রিয়াল-লিওনেসা ছবি:সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর কোপা দেল রে’র ৩২ রাউন্ডের ড্র অনুষ্ঠিত হলো। যেখানে তৃতীয় বিভাগের দল হারকিউলেসের বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

আর জায়ান্ট রিয়াল মাদ্রিদ লড়বে পুঁচকে দল কালচারাল লিওনেসার বিপক্ষে।

এই লিগে আগের মৌসুমের লা লিগার শীর্ষ ছয় দলের সঙ্গে লড়াই করবে নিচের সারির দলগুলো। আর এবারে চতুর্থ সারির একমাত্র দল হিসেবে ফরমেনত্রেরা মুখোমুখি হবে গত আসরের রানারআপ সেভিয়ার।

লা লিগায় বর্তমানে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ খেলবে ‍গুইজুয়েলার বিপক্ষে পাশাপাশি অ্যাতলেটিক বিলবাও মুখোমুখি হবে লা লিগার সাবেক দল রেসিং সান্তাদারের। অন্যদিকে তোলেদোর বিপক্ষে লড়বে ভিয়ারিয়াল।

লিগের প্রথম লেগ অনুষ্ঠিত হবে নভেম্বরের ২৯ থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। আর ২০ ও ২২ ডিসেম্বর পর্যন্ত হবে দ্বিতীয় লেগ।

এদিকে গত মৌসুমে নিষিদ্ধ ফুটবলার খেলিয়ে নিষেধাজ্ঞার খরায় পড়া রিয়াল খেলবে অক্টোবরের ২৮ ও ৩১ নভেম্বরে। কারণ ক্লাব বিশ্বকাপে অংশ নিতে হবে জিনেদিন জিদানের শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ১৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।