ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে শীর্ষস্থান ধরে রাখলো অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বড় জয়ে শীর্ষস্থান ধরে রাখলো অ্যাতলেটিকো ছবি:সংগৃহীত

ঢাকা: গ্রানাডার বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে হটিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো অ্যাতলেটিকো মাদ্রিদ। দলের হয়ে হ্যাটট্রিক করেন ইয়ান্নিক ফেরেইরা ক্যারাসকো।

জোড়া গোল করেন নিকোলাস গাইতান। এছাড়া একটি করে গোল করেন অ্যাঞ্জেল কোরেয়া ও থিয়াগো।

শনিবার রাতে ঘরের মাঠ স্তাদিও ভিসেন্তে কালদেরনে গ্রানাডাকে আতিথিয়েতা জানায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ১৮ মিনিটে চুয়েনচার গোলে লিড পায় গ্রানাডা।

খেলার ৩৪ মিনিটে সমতা আনেন ক্যারাসকো। পরে ম্যাচের ৪৫ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাতলেটিকো।

বিরতির পর খেলার ৬১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ক্যারাসকো। ৩ মিনিট পরেই অবশ্য গাইতান দলের হয়ে চতুর্থ গোলটি করেন।

এদিন বিরতির পরই মূলত বড় আক্রমণগুলো করে অ্যাতলেটিকো। ফলে ৮১ মিনিটে নিজের জোড়া গোল পেয়ে যান আর্জেন্টাইন তারকা গাইতান। ৪ মিনিট পরে ব্যবধান ৬-১ করেন কোরেয়া। আর ৮৭ মিনিটে সফরকারীদের জালে শেষ গোলটি করেন থিয়াগো।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যান্তোনিও গ্রিজম্যানরা।

এ ম্যাচ শেষে আট খেলায় ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল অ্যাতলেটিকো। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। আর ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে বার্সা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে সেভিয়া।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।