ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

দুর্দান্ত দিবালার চুক্তি নবায়ন চায় জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
দুর্দান্ত দিবালার চুক্তি নবায়ন চায় জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: পাওলো দিবালার বড় প্রশংসক লিওনেল মেসি। আর্জেন্টিনা দলের আক্রমণভাগের বড় অস্ত্র হিসেবে দেখা হচ্ছে ২২ বছর বয়সী এ উঠতি ফরোয়ার্ডকে।

ক্লাব ফুটবলে খেলছেন জুভেন্টাসের হয়ে। যেখানে এরই মধ্যে নিজেকে দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা এ আর্জেন্টাইন তারকার সঙ্গে নতুন চুক্তি করতে মরিয়া ইতালিয়ান জায়ান্টরা।

জুভেন্টাসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিওসেপ্পে মারোত্তা নিশ্চিত করেছেন, দিবালার চুক্তি নবায়ানের কাজ চলছে। অভিজ্ঞ ইতালিয়ান সেন্টারব্যাক লিওনার্দো বোনুচ্চিকেও দীর্ঘ সময়ের জন্য দলে রাখতে প্রস্তুত তারা। ‍যার জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চেলসিতে পাড়ি জমানোর একটা গুঞ্জন ওঠে।

সবশেষ লিগ ম্যাচে ঘরের মাঠেই উদিনেসের বিপক্ষে পিছিয়ে থাকলেও দিবালার জোড়া গোলে স্বস্তির জয় (২-১) পায় জুভিরা। পয়েন্ট টেবিলে আট ম্যাচ শেষে পাঁচ পয়েন্টে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গত বছর পালের্মো ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে জুভেন্টাসে পাড়ি জমান দিবালা। প্রথম মৌসুমে সব মিলিয়ে ৪৬ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৩ বার বল পাঠান। দারুণ ফর্ম ধরেই সামনে এগিয়ে যাচ্ছেন প্রতিভাবান এ ফরোয়ার্ড। চলতি মৌসুমে হিগুয়েইন-মান্দজুকিচদের পাশে তার উজ্জ্বল পারফরম্যান্সে (৯ ম্যাচে ৪টি) মুগ্ধ ক্লাব কর্তৃপক্ষ। তাইতো চুক্তির মেয়াদ বাড়াতে তৎপর তারা।

এক সাক্ষাৎকারে মারোত্তা বলেন, ‘দিবালা ও বোনুচ্চির এখনো দীর্ঘ চুক্তি রয়েছে। কিন্তু আমরা তাদের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে কথা বলছি, কারণ টিমে তাদের পারফরম্যান্স। স্কোয়াডে এবং নিজেদের অবস্থানে তাদের খাপ খাওয়ানোর জন্যও এটা জরুরি। ’

গত বছরের জুলাইয়ে চুক্তি নবায়ন করেছিলেন বোনুচ্চি। যার মেয়াদ এখনো চার বছর বাকি। দিবালার বর্তমান চুক্তি ২০২০ সাল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।