ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় প্রথম দিনই অনুপস্থিত রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
বার্সায় প্রথম দিনই অনুপস্থিত রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার নতুন দায়িত্ব নিয়ে প্রথম দিনই সমর্থকদের হতাশ করলেন রোনালদিনহো। ন্যু ক্যাম্পের পরিবর্তে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার! অনেকটা খারাপ ধারণাই তৈরি করেছেন বার্সা ভক্তদের প্রিয় ‘রোনি’।

সম্প্রতি দু’বারের সাবেক বিশ্বসেরা রোনালদিনহোকে ক্লাবের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয় স্প্যানিশ জায়ান্টরা। কাতালানদের সবশেষ ম্যাচটিতে (দেপোর্তিভোর বিপক্ষে) তার উপস্থিতি প্রত্যাশিত ছিল।

তবে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচটির ৯০ মিনিটেও রোনালদিনহোর মাঠে দেখা মেলেনি। নতুন বার্সা অধ্যায়ের প্রথম দিনটিই এড়িয়ে যান ২০০২ বিশ্বকাপ জয়ী। যদিও মাঠের খেলায় বড় জয়ে দর্শকদের উল্লাসে ভাসান লুইস এনরিকের শিষ্যরা। ইনজুরি কাটিয়ে লিওনেল মেসির ফেরার ম্যাচে ৪-০ গোলে দুর্দান্ত জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফিরেই গোল উদযাপনে মাতেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা মেসি।

সে যাই হোক, ঠিক কী কারণে রোনালদিনহো অনুপস্থিত ছিলেন তা নিয়ে একটা রহস্য থেকেই যায়। পরে নিজের অফিসিয়াল টুইটার পেজে সব ধোঁয়াশা দূর করেন তিনি। স্পেনের কাস্তেলডেলফেলসের কাছে সমুদ্র সৈকতে সময় কাটানোর একটি ছবি পোস্ট করেন সদা হাস্য ব্রাজিলিয়ান আইকন।

রোনালদিনহো হয়তো দেপোর্তিভো ম্যাচে উপস্থিত না থেকে ভালো সময় কাটিয়েছেন। কিন্তু শুরুতেই অ্যাম্বাসেডরের এমন ‘অদ্ভুত’ কাণ্ড নিশ্চয়ই ভালোভাবে নেয়নি বার্সা!

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।