ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ফুটবল

জন্মদিনে ঘুরে দাঁড়ালো শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
জন্মদিনে ঘুরে দাঁড়ালো শেখ রাসেল

ঢাকা: অবশেষে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিনেই জয় খরা কাটলো গতবারের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্রের।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমের প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় জয় তুলে নিল কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা।

দলটি প্রথম জয়ের দেখা পেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপেক্ষে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরুটা ভালো করেছিল শেখ জামাল। কিন্তু খুব বেশিক্ষণ তারা এই ছন্দ ধরে রাখতে পারেনি। দৃশ্যপট বদলে হঠাৎই ছন্দে ফেরে শেখ রাসেল।

প্রথমার্ধের ৭ মিনিটে শেখ রাসেলের রক্ষণভাগের খেলোয়াড় নাসির বক্সের ভেতরে ঢুকে পড়েন। সেখানে গিয়ে চেয়েছিলেন একাই জালে বল জড়াতে। কিন্তু অবস্থা বেগতিক দেখে বলটি দিয়ে দেন রুম্মনের কাছে, দুর্ভাগ্য রুম্মনের। পড়ে গিয়ে বল পায়ে লাগাতে ব্যর্থ হন তিনি। সফল হলে হয়তো তখনই এগিয়ে যেতে পারতো লাল রঙের জার্সিধারীরা।

তবে ১৬ মিনিটে ঠিকই সফলতা ধরা দিল শেখ রাসেল শিবিরে। জামাল ভুঁইয়ার থ্রু পাস থেকে বেশ ঠান্ডা মাথায় জামাল গোলরক্ষক হিমেলের দু’পায়ের মাঝ দিয়ে জালে বল ঠেলে দলকে উল্লাসের উপলক্ষ এনে দেন নাসির।

৩২ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল শেখ জামাল। শেখ রাসেলের গোলপোস্টের বাঁদিক দিয়ে বেশ দাঁড়ালো আক্রমণ রচনা করে রাকিব বাঁ পায়ের প্লেসিং শটে চেয়েছিলেন দলকে সমতা এনে দিতে কিন্তু সেখানে বাধ সাধে সাইডপোস্ট।
 
ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

বিরতির পর শেখ রাসেল চেয়েছে ব্যবধান বাড়াতে আর শেখ জামাল চেয়েছে সমতায় ফিরতে। লক্ষ্যে অনেকটাই সফল হয়েছিল শেখ জামাল। ৬১ মিনিটে ওয়েডসনের ফ্রি কিকটি একেবারে গোলমুখে গিয়ে গোলরক্ষক জিয়াউর রহমানের হাতে আটকে না গেলে সমতায় ফিরতে পারতো ইয়াসিন খানের শিবির। কিন্তু হয়নি।

শুধু তখনই না, হয়নি ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত দশ মিনিট পর্যন্তও। ফলে শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে পয়েন্ট খুইয়ে মাঠ ছাড়েতে হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এইচএল/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।