ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সংবর্ধনা পেল অ-১৬ মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সংবর্ধনা পেল অ-১৬ মেয়েরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কানাডিয়ান হাই কমিশনের পর এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব উতরে মূল পর্বে জায়গা করে নেয়ায় বাংলাদেশ অ-১৬ নারী দলকে সংবর্ধনা দিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
 
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে বাফুফে সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো: সালাহউদ্দিন, বাংলাদেশ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ ও সিইও আনিস এ খান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী সালাহউদ্দিন বলেন, ‘বাংলাশের ফুটবলের প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমন উদ্যোগ ভবিষ্যতে অ-১৬ দলের মেয়েদেরকে আরও ভালো ফলাফলে উৎসাহ যোগাবে। আশা করছি, এমন প্রেরণা থেকেই ২০১৭ সালে চূড়ান্ত পর্বের খেলায় তারা দেশকে আরও সাফল্য এনে দেবে। ’
 
বিশেষ অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ রউফ বলেন, ‘এই টুর্নামেন্টে দেশকে যে সাফল্য তোমরা এনে দিয়েছে তাতে আমরা গর্বিত। চূড়ান্ত পর্বেও তোমাদের সাফল্যের এমন ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। ’
 
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ অ-১৬ মেয়েদের হাতে চেক ও একটি করে বাইসাইকেল তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।