ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

সিলেট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৫ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সিলেট আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২৫ অক্টোবর

সিলেট: সিলেট জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১৬ আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হবে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিলেটের ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে খেলা অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

 

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের কমিশনার মো. জামাল উদ্দিন আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা বনাম কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকদের আহ্বান জানানো হয়।   এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টায় ১টি করে খেলা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী ও স্পন্সর প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার ব্র্যান্ড ম্যানেজার মো. তানজির আলম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি সুপ্রীয় চক্রবর্তী, সিলেটের এনডিসি তানভির আল নাসিফ, সিলেট জেলা ক্রীড়া  সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এনামুল হক মুক্তা ও মাহমুদ হোসেন শাহীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওয়েছ খছরু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আখলাকুর রহমান চৌধুরী সেলিম ও যুগ্ম সম্পাদক জুবেদ আহমদ চৌধুরী শিপু, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, প্রাণ-আরএফএল গ্রুপের রিজিওনাল ম্যানেজার ইলিয়াস মিয়া, মো. সুহেল রানা ও মো. মাহদিওল ইসলাম খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।